ওটিটিতে(Ott Platforms) ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর(Vaani Kapoor)।গতবছরের ছবি সামশেরা(Samshera) বক্সঅফিসে তেমন সাফল্য না পেলেও সেক্সি লুকে কামাল করে দিয়েছিলেন নায়িকা।পাশাপাশি চণ্ডীগড় করে আশিকি(Chandigarh Kare Ashiqui)-তেও দর্শকের নজর কেড়েছিল বাণীর দুরন্ত অভিনয়।বড়পর্দার পর এবার ওটিটির দুনিয়ায় পা রাখছেন শুদ্ধ দেশি রোম্যান্স(Sudh Deshi Romance) ছবির নায়িকা।শোনা যাচ্ছে,যশ রাজ ফিল্মসের(YRF) ব্যানারে তৈরি হতে চলেছে একটি জমজমাট ক্রাইম থ্রিলার সিরিজ।যার পরিচালনার দায়িত্বে থাকছেন মর্দানি ২(Mardani 2) খ্যাত পরিচালক গোপী পুথরান(Gopi Puthran)।সিরিজে মুখ্য ভূমিকায় নজর কাড়তে চলেছেন বাণী কাপুর।বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে,ওটিটির দারুণ রমরমা সত্বেও এখনও বড়পর্দাকেই বেশি গুরুত্ব দেন অভিনেত্রী।তবে ভাল প্রজেক্ট পেলে ওটিটিতে কাজ করার জন্যও বাণী কাপুর মুখিয়ে ছিলেন।যশ রাজ ফিল্মসের এই নতুন ওয়েব সিরিজের চিত্রনাট্য দারুণ পছন্দ করেছেন নায়িকা।খুব শীঘ্রই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রযোজক আদিত্য চোপড়া।

অন্যদিকে, গুড নিউজ(Good News)-এর চার বছর পর আরও একবার একসঙ্গে দেখা যাবে করিনা কাপুর খান ও দিলজিৎ দোসঞ্জকে(Kareena Kapoor Khan & Diljith Dosanjh)।গতবছরই আমরা জানিয়েছিলাম একতা কাপুর ও রিয়া কাপুরের(Ekta Kapoor And Rhea Kapoor) প্রযোজনায় নতুন ছবি দ্য ক্রিউ(The Crew)-তে মুখ্যচরিত্রে অভিনয় করছেন বেবো।পাশাপাশি ছবিতে দেখা যাবে আরও দুই বলিউড অভিনেত্রী তব্বু ও কৃতি স্যাননকে(Tabbu & Kriti Sanon)।সদ্যই শোনা গিয়েছে দ্য ক্রিউ তে অভিনয় করতে চলেছেন দিলজৎ দোসঞ্জ।চলতি বছরে পঞ্জাবী গায়ক-অভিনেতার ঝুলিতে রয়েছে একঝাঁক ছবি।যার মধ্যে অন্যতম হতে চলেছে পরিচালক রাজেশ কৃষ্ণনের(Rajesh Krishnan) ছবি দ্য ক্রিউ।ছবিতে করিনা কাপুর খান,কৃতি স্যানন ও তব্বু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দিলজিৎ দোসঞ্জ।এয়ারলাইন ইন্ডাস্ট্রির অন্দরমহলের গল্প নিয়েই তৈরি হতে চলেছে থ্রিলার ফিল্ম।এবছর মার্চেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলেই জোর খবর।

Find out more: