প্রভাসের (Prabhas) পর এবার জুনিয়র এনটিআরের ছবিতে ভিলেন হতে চলেছেন সইফ আলি খান(Saif Ali Khan)।ওম রাউত(Om Raut) পরিচালিত মাইথোলজিক্যাল ফিল্ম আদিপুরুষ (Adipurush)-এ ভিলেন লঙ্কেশের চরিত্রে নজর কাড়বেন সইফ আলি খান। আগামী ১৬ জুন বড়পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার কথা। আরও একবার দক্ষিণী ছবিতে ছবির খলনায়কের চরিত্রে দেখা যাবে হাম তুম খ্যাত অভিনেতাকে। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো চর্চায় রয়েছে জুনিয়র এনটিআরের(Junior NTR) ৩০তম ছবি(NTR 30)। যে ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় পরিচালক কোরাটালা শিবা (Koratala Shiva)।জোর জল্পনা শোনা যাচ্ছে,ছবিতে জুনিয়র এনটিআরের নায়িকা হতে চলেছেন জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)। তেমনটা হলে এনটিআর ৩০ দিয়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন শ্রীদেবী কন্যা।এই ছবিতেই ভিলেনের ভূমিকায় নজর কাড়বেন সইফ আলি খান। মার্চেই ছবির শ্যুটিংও শুরু হয়ে যাবে বলে খবর। ২০২৪ এর এপ্রিলে মুক্তি পাবে জুনিয়র এনটিআরের ৩০তম ছবি।

অন্যদিকে, খিচড়ি ২ (Khichdi 2)-র শ্যুটিং শুরু করলেন অভিনেত্রী কৃতি কুলহরি (Kriti Kulhari)। ২০১০ সালে মুক্তি পেয়েছিল জমজমাট কমেডি ফিল্ম খিচড়ি (Khichdi)। যে ছবির মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল সুপ্রিয়া পাঠককে (Supriya Pathak)। পাশাপাশি দারুণ নজর কেড়েছিলেন বলিপাড়ার অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী কৃতি কুলহরি। দীর্ঘ ১৩ বছর পর বলিউডে তৈরি হচ্ছে খিচড়ি ২। সম্প্রতি ছবির শ্যুটিং শুরু করেছেন কৃতি কুলহরি। অভিনেত্রী জানিয়েছেন, শেষ পর্যন্ত খিচড়ি ২-এর শ্যুটিং শুরু হয়েছে, এতেই বেজায় খুশি তিনি। খিচড়ি নিয়ে অনেক স্মৃতি রয়েছে। সেটাই তাঁর প্রথম ছবি ছিল। তবু ১২বছর পর আজও চোখ বুজলে অভিনেত্রী ফিরে যান সেই পুরনো দিনগুলিতে। অবশেষে খিচড়ি-র সিক্যুয়েলে পাম্মির চরিত্রে ফিরতে পেরে ভালো লাগছে তাঁর। কৃতি কুলহরি আরও জানাচ্ছেন খিচড়ি-র থেকে খিচড়ি ২ আরও সুস্বাদু, মশলাদার ও মজায় ভরপুর হতে চলেছে। খিচড়ি-র পুরনো তারকাদেরই দেখা যাবে খিচড়ি ২ তে।

Find out more: