চলচ্চিত্র জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত বিখ্যাত বলিউডের (Bollywood) অভিনেতা তথা পরিচালক (Director) সতীশ কৌশক (Satish Kaushik)। আজ ভোরেই মেলে তাঁর মৃত্যুর খবর । অভিনেতা অনুপম (Anupam Kher) খের টুইট (Tweet) করে জানিয়েছেন সেই খবর । বিশেষত কমেডি চরিত্রে (Comedy Character) জন্য জন্য বিখ্যাত ছিলেন সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এদিন ভোরে, অনুপম কৌশিকের মৃত্যুর খবর দিতে গিয়ে লেখেন, জানি, মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য। কিন্তু প্রিয় বন্ধুর সম্পর্কে এ কথা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে ছেদ পড়ল! তোমাকে ছাড়া জীবন আগের মত থাকবে না, সতীশ!
প্রয়াত অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছে তাঁর ভক্তকূল।বলিউডের তাঁর সহশিল্পীদের কাছেও সতীশ কৌশিকের জনপ্রিয়তা কম ছিল না। প্রিয় বন্ধু সতীশের মৃত্যু সংবাদ সোশ্যাল সাইটে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের(Anupam Kher)।পাশাপাশি ট্যুইটে প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাভেদ আখতার,সঞ্জয় দত্ত,সুভাষ ঘাই,কঙ্গনা রানাওয়াত, মনোজ বাজপেয়ী,অভিষেক বচ্চন,করিনা কাপুর খান,অজয় দেবগণ,ফারহা খান।
আটের দশকের শুরু থেকেই একের পর এক বলিউড ছবিতে দেখা গিয়েছে সতীশ কৌশিককে।যার মধ্যে উল্লেখযোগ্য জানে ভি দো ইয়ারো,মিস্টার ইন্ডিয়া,রাম লক্ষ্মণ,সাজন চলে শ্বশুরাল,মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি কিংবা আন্টি নাম্বার ওয়ান(Jane Bhi Do Yaaro,Mr India,Ram Laxman,Sajan Chale Sasural,Mr And Mrs Khiladi,Anti No 1)।সতীশ কৌশিক অভিনীত হিট ছবির তালিকাটা কিন্তু আরও দীর্ঘ।কিছুদিন আগেই ওটিটি ফিল্ম ছত্রীওয়ালি(Chatriwali)-তেও নজর কেড়েছিল সতীশ কৌশিকের অভিনয়।দুর্দান্ত কমেডি টাইমিংয়ের জন্যই পরিচালকদের কাছে প্রিয় ছিলেন তিনি।ওটিটির জন্য স্ক্যাম ১৯৯২(Scam 1992) সহ বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি সতীশ পরিচালনা এবং প্রযোজনা জগতেও পা রেখেছিলেন ১৯৯৩সালেই।
Find out more: