এবার ক্রিকেটার শুভমন গিলের (Shubhman Gill) সঙ্গে হলিউড (Hollywood) যোগ। সুপারহিরো স্পাইডার ম্যানের (Spider man) মুখে শোনা যাবে জনপ্রিয় ক্রিকেটার গলা। আগামী ২ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে স্পাইডার ম্যান সিরিজের নতুন অ্যানিমেশন ফিল্ম (Animation Film) স্পাইডার ম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স (Spider Man Across The Spiderverse)। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও মুক্তি পাচ্ছে নতুন স্পাইডারম্যান ফিল্ম। দেশে হিন্দি ছাড়াও সবকটি আঞ্চলিক ভাষায় প্রদর্শিত হবে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স। এমনকি বাংলাতেও এই দুর্দান্ত কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম (Computer Animated Film) দেখার সুযোগ পাবেন বাঙালি সিনেপ্রেমীরা। ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। এরই মাঝে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স নিয়ে দারুণ খবর দিয়েছেন নির্মাতারা। ছবিতে খোদ স্পাইডারম্যানের মুখে শোনা যাবে শুভমন গিলের কন্ঠ। সদ্যই নতুন টিজার প্রকাশ্যে এনে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতারা।
হিন্দি ছবিতে স্পাইডারম্যান-এর পিছনে যে মানুষটি রয়েছেন তার নাম পবিত্র প্রভাকর (Pavitr Prabhakar)। ছবিতে স্পাইডারম্যান ও পবিত্র প্রভাকর দুটি চরিত্রের কন্ঠেই শোনা যাবে ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ওপেনারের গলা। শুধু হিন্দি নয় স্পাইডারম্যান-এর পঞ্জাবী ভার্সনের জন্যও ডাবিং করেছেন শুভমন গিল। সব মিলিয়ে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স যে রীতিমতো জমজমটা হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, এবার কোর্টরুম ড্রামা ফিল্মে মনোজ বাজপেয়ী(Manoj Bajpayee)।ওটিটি প্ল্যাটফর্মে আসছে অভিনেতার নতুন ছবি বান্দা(Bandaa)।ছবির পুরো নাম সির্ফ এক বান্দা কাফি হ্যায়(Sirf Ek Bandaqa Kaafi Hai)।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির টানটান ট্রেলার(Trailer)।এক চরিত্রহীন ভণ্ড সাধুর বিরুদ্ধে এক আইনজীবীর সোচ্চার লড়াইয়ের গল্প বান্দা।এই ছবি ম্যান ভার্সেস গডম্যানের(Man Vs Godman)।ছবিতে আইনজীবীর চরিত্রে নজর কাড়বেন মনোজ বাজপেয়ী।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সুর্য মোহন কুলশ্রেষ্ঠ,নিখিল পাণ্ডে,প্রিয়াঙ্কা শেটিয়া ছাড়াও আরও অনেকেই।ছবির পরিচালক অপূর্ব সিং করকি(Apurba Singh Karki)।২৩ মে শুরু হবে মনোজের নতুন ছবির স্ট্রিমিং।
Find out more: