নষ্টনীড় শুনলেই সবার আগে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত ছোটগল্পের কথা,যে গল্প নিয়ে চারুলতা-র মতো অসামান্য এক ছবি তৈরি করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়।ওটিটিতে খুব শীঘ্রই আসছে নতুন এক ওয়েব সিরিজ নষ্টনীড়।যদিও রবিঠাকুরের আখ্যান নিয়ে সিরিজটি তৈরি করেননি পরিচালক অদিতি রায়।এই গল্প অপর্ণা নামের এক গৃহবধুর।সকলের কাছে অবশ্য তার আদরের ডাকনাম অপু।স্বামী ঋষভ ও সন্তান মিঠিকে নিয়ে অপুর সুখের সংসার।তাঁর ও ঋষভের ৭ বছরের দাম্পত্য জীবন। নিজের হাতে সংসার সামলাতেই ভালবাসে অপু। ওই বইয়ের পাতার মতো একদম পারফেক্ট ফ্যামিলি যাকে বলে আর কী! তাঁর গুণেই যেন সারা সংসারে লক্ষ্মী বসত করে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল অপু। কিন্তু একটা সময় পড়াশোনা লাইফ ছেড়ে নিজের প্যাশনকে বেছে নেন। সেলাই ব্যাপারটা বরাবরই তার খুব পছন্দের। তাই নিজেই একটা বুটিক তৈরি করে আপাতত সেটাই চালায় অপু। নিজের হাতে রান্না করে মেয়ে, স্বামীকে খাওয়ায়। সব মিলিয়ে অপুর সংসার সুখী ও পারফেক্ট ফ্যামিলি। কিন্তু ওই যে কথাতেই বলে সুখ বেশিদিন সই না। তেমনই অপুর সংসার যতই ভালো মন্দ মিশিয়ে চলুক একটা সময় তাঁর এই সুখী পরিবারে ভয়ংকর ঝড় নেমে আসে। সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সব কিছু তছনছ করে দেয়।
নষ্টনীড় শুনলেই সবার আগে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত ছোটগল্পের কথা,যে গল্প নিয়ে চারুলতা-র মতো অসামান্য এক ছবি তৈরি করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়।ওটিটিতে খুব শীঘ্রই আসছে নতুন এক ওয়েব সিরিজ নষ্টনীড়।যদিও রবিঠাকুরের আখ্যান নিয়ে সিরিজটি তৈরি করেননি পরিচালক অদিতি রায়।এই গল্প অপর্ণা নামের এক গৃহবধুর।সকলের কাছে অবশ্য তার আদরের ডাকনাম অপু।স্বামী ঋষভ ও সন্তান মিঠিকে নিয়ে অপুর সুখের সংসার।তাঁর ও ঋষভের ৭ বছরের দাম্পত্য জীবন। নিজের হাতে সংসার সামলাতেই ভালবাসে অপু। ওই বইয়ের পাতার মতো একদম পারফেক্ট ফ্যামিলি যাকে বলে আর কী! তাঁর গুণেই যেন সারা সংসারে লক্ষ্মী বসত করে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল অপু। কিন্তু একটা সময় পড়াশোনা লাইফ ছেড়ে নিজের প্যাশনকে বেছে নেন। সেলাই ব্যাপারটা বরাবরই তার খুব পছন্দের। তাই নিজেই একটা বুটিক তৈরি করে আপাতত সেটাই চালায় অপু। নিজের হাতে রান্না করে মেয়ে, স্বামীকে খাওয়ায়। সব মিলিয়ে অপুর সংসার সুখী ও পারফেক্ট ফ্যামিলি। কিন্তু ওই যে কথাতেই বলে সুখ বেশিদিন সই না। তেমনই অপুর সংসার যতই ভালো মন্দ মিশিয়ে চলুক একটা সময় তাঁর এই সুখী পরিবারে ভয়ংকর ঝড় নেমে আসে। সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সব কিছু তছনছ করে দেয়।