বড়পর্দায় আসছে অক্ষয় কুমারের(Akshay Kumar) নতুন ছবি ও মাই গড ২(Oh My God 2)।করোনাকালের পর থেকেই শোনা যাচ্ছে ও মাই গড ২ নিয়ে জল্পনা।ছবি দেখার অপেক্ষায় দর্শক যে দীর্ঘদিন ধরেই দিন গুণছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।ছবিতে ভগবান শিবের(God Shiva) চরিত্রে অভিনয় করেছেন খিলাড়ি কুমার(Khiladi)।নাস্তিক ভক্তের ভূমিকায় রয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি(Pankaj Tripathi)।পাশাপাশি দেখা যাবে ইয়ামি গৌতম(Yammi Goutam) ছাড়াও আরও অনেককে।দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ও মাই গড ২।এইবছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা।তবে কিছুদিন আগেই জোর গুঞ্জন শোনা গিয়েছে বড়পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্মে(Ott Release) মুক্তি পেতে পারে ও মাই গড ২।অক্ষয় কুমারের একের পর এক ছবি বক্সঅফিসে(Box Office) মুখ থুবড়ে পড়েছে।তাই নাকি সিনেমাহলে ও মাই গড মুক্তির পরিকল্পনা বাতিল করেছেন নির্মাতারা।পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে আক্কির ছবি।অবশ্য সদ্যই যে খবর মিলেছে তাতে হাসি ফুটবে অক্ষয় ভক্তদের মুখে।কারণ,ওটিটিতে মুক্তি পাবে না ও মাই গড ২।ছবিটি বড়পর্দাতেই দেখবেন দর্শক।যদিও ও মাই গড ২ কবে মুক্তি পাবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি নির্মাতারা। খুব শীঘ্রই নাকি ছবি মুক্তির দিন ঘোষণা হতে পারে।সম্ভবত অগস্টেই মুক্তি পাবে ও মাই গড ২।
২০১২সালে মুক্তি পেয়েছিল ও মাই গড।যে ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছিলেন বলিপাড়ার খিলাড়ি।ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল পরেশ রাওয়ালকেও। বক্সঅফিসে দারুণ সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচকদের মনও জয় করে নিয়েছিল ও মাই গড।ছবির সিক্যুয়েল যে তৈরি হতে চলেছে এমন জল্পনা কিন্ত দীর্ঘদিনের।সেই থেকেই ছবি নিয়ে তৈরি হয়েছে চুড়ান্ত প্রত্যাশা। অবশেষে হতে চলেছে প্রতীক্ষার অবসান।এবছরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ও মাই গড ২।
Find out more: