বছরের শুরুতেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের(Academy Awards) মঞ্চে সেরা গানের পুরস্কার জিতে নিয়েছে ট্রিপল আর(RRR) ছবির জনপ্রিয় গান নাটু নাটু(Natu Natu)।অস্কার পুরস্কার উঠেছে গানের সুরকার এম এম কিরাবানি(MM Keeravani) এবং গীতিকার চন্দ্রবোসের(ChandraBose) হাতে।সেই দুর্দান্ত সাফল্যের সৌজন্যেই এবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের(Academy Of Motion Picture Arts And Sciences) তরফে সদস্যপদের আমন্ত্রণ জানানো হয়েছে টিম ট্রিপল আর(RRR)-কে।নাটু নাটু গানের স্রস্টাদের তো বটেই,সদস্যপদের প্রস্তাব পাঠানো হয়েছে ট্রিপল আর ছবির দুই মুখ্য অভিনেতা রামচরণ,জুনিয়র এনটিআরকেও(Ramcharan & Junior NTR)।যদিও সেই তালিকা থেকে বাদ পড়েছে পরিচালক এস এস রাজামৌলির(SS Rajamouli) নাম।তালিকায় রয়েছেন মণিরত্নম(Maniratnam), করণ জোহর(Karan Johar),সিদ্ধার্থ রায় কাপুর(Siddharth Roy Kapoor),সাবু সিরিল(Sabu Cyril) ছাড়াও ভারতীয় চলচ্চিত্র জগতের আরও অনেকেই। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের তরফে অফিসিয়াল ওয়েব সাইটে জানানো হয়েছে, চলতি বছরে সংগঠনে যোগদানের জন্য  ৩৯৮ জন বিশিষ্ঠ শিল্পী এবং এক্সিকিউটিভকে সদস্যপদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।পেশাদার যোগ্যতার উপর বিবেচনা করেই সম্ভাব্যদের এই আমন্ত্রণপত্র পাঠিয়েছে অ্যাকাডেমি।

ডলবি থিয়েটারে অস্কার পুরস্কারের মঞ্চে হাজির ছিলেন ট্রিপল আর ছবির দুই তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর।বেশ কিছুদিন হলিউডেই ছিলেন দুই তেলুগু সুপারস্টার।দারুণ জনপ্রিয়তাও পান তাঁরা।এবছর অ্যাকাডেমির সম্ভাব্য সদস্যপদের তালিকায় জায়গা করে নিয়েছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।পাশাপাশি মঞ্চে অস্কার হাতে তুলে নিয়েছিলেন সুরকার এম এম কিরাবানি ও গীতিকার চন্দ্রবোস।দুজনকেই সদস্যপদের আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।যদিও দুর্ভাগ্যজনক ভাবে তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন এস এস রাজামৌলি।অ্যাকাডেমি সদস্যপদ গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে দক্ষিণের কিংবদন্তী পরিচালক মণিরত্নমকেও।তালিকায় রয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর,প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এবং আর্ট ডিরেক্টর সাবু সিরিল ছাড়াও আরও অনেকেই।

Find out more: