প্রথমবার ছোটপর্দায় প্রলয় নিয়ে এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।দিদির সম্মান বাঁচাতে দুষ্কৃতিদের হাতে গিয়ে খুন হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র রাজীব দাস।ওটিটিতে সেই সত্য ঘটনা নিয়েই ছোটপর্দার জন্য তৈরি হয়েছিল ধারাবাহিক প্রলয় আসছে।ধারাবাহিকে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়,পদ্মনাভ দাশগুপ্ত,পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেকেই। ধারাবাহিকের জনপ্রিয়তার পর,বড়পর্দাতেও ফেরে প্রলয়। মিত্র ইন্সটিউটের শিক্ষক বরুণ বিশ্বাস নিজের গ্রাম সুঁটিয়ায় খুন হয়ে যান।গ্রামের একের পর এক মহিলার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি।আইনের সাহায্য নিয়ে অত্যাচারীদের দমন করতে চেয়েছিলেন বরুণ।কিন্তু তার আগেই খুন হয়ে যান তিনি।রাজ চক্রবর্তীর ছবি প্রলয়-এ বরুণের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।ছবিতে দেখা গিয়েছিল পরাণ বন্দ্যোপাধ্যায়,মিমি চক্রবর্তীকে।স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
প্রথমবার ছোটপর্দায় প্রলয় নিয়ে এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।দিদির সম্মান বাঁচাতে দুষ্কৃতিদের হাতে গিয়ে খুন হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র রাজীব দাস।ওটিটিতে সেই সত্য ঘটনা নিয়েই ছোটপর্দার জন্য তৈরি হয়েছিল ধারাবাহিক প্রলয় আসছে।ধারাবাহিকে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়,পদ্মনাভ দাশগুপ্ত,পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেকেই। ধারাবাহিকের জনপ্রিয়তার পর,বড়পর্দাতেও ফেরে প্রলয়। মিত্র ইন্সটিউটের শিক্ষক বরুণ বিশ্বাস নিজের গ্রাম সুঁটিয়ায় খুন হয়ে যান।গ্রামের একের পর এক মহিলার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি।আইনের সাহায্য নিয়ে অত্যাচারীদের দমন করতে চেয়েছিলেন বরুণ।কিন্তু তার আগেই খুন হয়ে যান তিনি।রাজ চক্রবর্তীর ছবি প্রলয়-এ বরুণের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।ছবিতে দেখা গিয়েছিল পরাণ বন্দ্যোপাধ্যায়,মিমি চক্রবর্তীকে।স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।