বাগি(Baaghi),বাগি ২(Baaghi 2) এবং বাগি ৩(Baaghi 3)-র পর এবার বড়পর্দায় আসছে বাগি ৪(Baaghi 4)।প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার(Sajid Nadiadwala) অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি বাগি।যে ছবিতে অ্যাকশন স্টার অবতারে দেখা দেন বলিউডের র্যাম্বো(Rambo Of Bollywood) ওরফে টাইগার শ্রফ(Tiger Shroff)।শোনা যাচ্ছে,এবার বাগি ৪ তৈরি করার পরিকল্পনা করছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।যে ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকেই।প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে,বাগি ৪-এর গল্প-চিত্রনাট্যের(Storyline & Screenplay) নিয়ে গত একবছর ধরে কাজ করছিল একটা গোটা টিম।শেষ পর্যন্ত বাগি-র ফোর্থ সিক্যুয়েল(Fourth Sequel) গল্প-চিত্রনাট্য তৈরি করতে সফল হয়েছেন তাঁরা।প্রথম বাগি এবং বাগি ৩ তে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরকে(Shraddha Kapoor)।এবং বাগি ২ ছবিতে অভিনয় করেছিলেন টাইগারের বিশেষ বান্ধবী দিশা পাটানি(Disha Patani)।অবশ্য  দিশা না শ্রদ্ধা,বাগি ৪-এ কাকে দেখা যাবে টাইগার শ্রফের সঙ্গে রোম্যান্স করতে সেই নিয়ে এখনই পাকা কিছু জানা যাচ্ছে না।আবার দুই নায়িকাকে একসঙ্গে দেখার জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।প্রথম তিনটি বাগি-র মতো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটিও পরিচালনার দায়িত্বে থাকবেন আহমেদ খান।এমনটা আগাম জানাচ্ছেন কলাকুশলীরা।খুব শীঘ্রই ছবির ঘোষণা করতে চলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

এই মুহূর্তে বলিউডের ব্যস্ত প্রযোজকদের মধ্যে অন্যতম সাজিদ নাদিয়াদওয়ালা।সপ্তাহ খানেক আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে কার্তিক-কিয়ারা জুটির ছবি সত্যপ্রেম কি কথা।শুক্রবার ওটিটিতে আসছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত পরিচালক নীতেশ তিওয়ারির ছবি বাওয়াল।ছবির প্রচারে বেজায় ব্যস্ত সাজিদ। অন্যদিকে সম্প্রতি শুরু হয়েছে কবীর খানের ছবি চন্দু চ্যাম্পিয়ন-এর শ্যুটিং।যে স্পোর্টস ড্রামা ফিল্মে মুখ্যচরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। পাশাপাশি খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বাগি ৪ নিয়েও।২০২০ সালে করোনাকালের আগে মুক্তি পেয়েছিল বাগি ৩।দীর্ঘ তিন বছর অপেক্ষার পর অবশেষে ফ্লোরে আসছে বাগি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি।আহমেদ খানের পরিচালনায় অ্যাকশন ফিল্ম বাগি ৪-এ যে টাইগার শ্রফই অভিনয় করবেন,এমনটা মোটামুটি পাকা হয়ে গিয়েছে।নায়িকা হিসেবে উঠে আসছে শ্রদ্ধা কাপুর এবং দিশা পাটানির নাম।এবার কে টাইগারের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন এখন সেটাই দেখার।

Find out more: