১১ অগস্ট বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ও মাই গড ২(OMG 2)।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার(Teaser)।অবশেষে মুক্তি পেল হংসরাজ রঘুবংশীর(Hansraj Raghuvanshi) গাওয়া ছবির প্রথম গান উঁচি উঁচি ওয়াদি(Oonchi Oonchi Waadi)।আরাধ্য ভগবানের প্রতি এক আস্তিক ভক্তের প্রার্থনা ও মাই গড ২-র এই গান।ছবিতে ভগবান শিবের(Lord Shiva) চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার(Akshay Kumar)।ভক্তের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে(Pankaj Tripathi)।রয়েছেন ইয়ামি গৌতমও(Yami Gautam)।যৌন শিক্ষাকে(Sex Education) কেন্দ্র করে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক অমিত রাই(Amit Rai)।২০১২ সালে মুক্তি পেয়েছিল প্রথম ও মাই গড।যে ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন খিলাড়ি কুমার।নাস্তিক কানজি ভাইজি মেহতার ভূমিকায় নজর কেড়েছিল পরেশ রাওয়ালের দুর্দান্ত অভিনয়।যদিও ওহ মাই গড ২ থেকে বাদ পড়েছেন তিনি।পরিবর্তে সিক্যুয়েলে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।এই ছবিতে কালিন ভাইয়ার অভিনীত চরিত্রের নাম কান্তি স্মরণ মুদগল।আর তিনি মোটেও নাস্তিক নন,বরং মারাত্মক রকমের আস্তিক।দেবাদিদেব মহাদেবকেই তাঁর ধ্যান জ্ঞান সবকিছু অর্পণ করেছেন তিনি।জানা যাচ্ছে,ও মাই গড ২-তে একনিষ্ঠ ভক্ত কান্তি স্মরণকে যৌন শিক্ষা নিয়ে জ্ঞান দেবেন পিনাক ডমরু ধারী শিব ওরফে খিলাড়ি কুমার।প্রথম ও মাই গড-এর মতো পরিচালক অমিত রাইয়ের ও মাই গড ২ ও যে এককথায় সুপার ডুপার হিট হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে হয়েছে।টিজারের পর মুক্তি পেয়েছে ছবির নতুন গান উঁচি উঁচি ওয়াদি।
আরও জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই আসছে ও মাই গড ২-র ট্রেলারও।অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠির পাশাপাশি ছবিতে আইনজীবী কামিনী মাহেশ্বরীর চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে।করোনাকালের পর থেকেই মোটেও সুসময় যাচ্ছে না অক্ষয় কুমারের।কারণ,সূর্যবংশী সুপারহিট হলেও তারপর আর বক্সঅফিসে ভাল ফল করেনি খিলাড়ি কুমারের কোনও ছবি।বচ্চন পাণ্ডে থেকে সম্রাট পৃথ্বীরাজ,রক্ষা বন্ধন থেকে রাম সেতু।সবকটি ছবিই এক কথায় সুপার ফ্লপ।সম্পূর্ণ ব্যর্থ হয়েছে চলতি বছরের ছবি সেলফি-ও।তাই ও মাই গড ২ নিয়ে আশায় বুক বাঁধছেন অক্ষয় ভক্তরা।২০১২ সালে মুক্তি পেয়েছিল প্রথম ও মাই গড।ছবি দারুণ সাফল্য পেয়েছিল বক্সঅফিসে।তাই ছবির সিক্যুয়েল নিয়েও যে প্রত্যাশায় রয়েছেন অভিনেতা নিজেও, তা বলাই বাহুল্য।ওএমজি ২ ঘিরে দর্শকমহলেও জল্পনার অন্ত নেই।অক্ষয় কুমারের একের পর এক ছবি নাম লিখিয়েছে সুপার ফ্লপের তালিকায়।এবার ওএমজি-র সিক্যুয়েলের হাত ধরে খিলাড়ি কুমার স্বমহিমায় ফিরে আসতে পারেন কিনা এখন সেটাই দেখার।
Find out more: