২০১১ সালে প্রথমবার ছোটপর্দায় প্রলয় নিয়ে এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।দিদির সম্মান বাঁচাতে দুষ্কৃতিদের হাতে গিয়ে খুন হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র রাজীব দাস।ওটিটিতে সেই সত্য ঘটনা নিয়েই ছোটপর্দার জন্য তৈরি হয়েছিল ধারাবাহিক প্রলয় আসছে।ধারাবাহিকে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়,পদ্মনাভ দাশগুপ্ত,পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেকেই। ধারাবাহিকের জনপ্রিয়তার পর, ২০১৩ সালে বড়পর্দাতেও ফেরে প্রলয়। মিত্র ইন্সটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস নিজের গ্রাম সুঁটিয়ায় খুন হয়ে যান।দুষ্কৃতিদের হাতে ধর্ষিতা হয়েছিলেন গ্রামের বহু মহিলা।যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন যিনি।গড়ে তুলেছিলেন জনমত। আইনের সাহায্য নিয়ে এলাকার অত্যাচারীদের দমন করতে চেয়েছিলেন বরুণ।কিন্তু তার আগেই খুন হয়ে যান তিনি।রাজ চক্রবর্তীর ছবি প্রলয়-এ বরুণের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।ছবিতে দেখা গিয়েছিল পরাণ বন্দ্যোপাধ্যায়,মিমি চক্রবর্তীকে।স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
প্রায় দশ বছর পর রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয়-এও সেই একই চরিত্রেই রয়েছেন তিনি।বয়স বেড়েছে, চুলে ধরেছে পাক।কিন্তু তবু আজও অনিমেষ দত্ত রাফ অ্যান্ড টাফ।সুন্দরবনে উধাও হয়ে যাচ্ছে একের পর এক অল্পবয়সী মেয়ে।প্রেমের জালে ফেলে ফাঁসানো হচ্ছে তাঁদের।এবং অজ্ঞান করে বিক্রি করা হচ্ছে দেশ থেকে ভিন দেশে।সেই ঘটনারই তদন্ত করতে এসেছেন স্পেশাল ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্ত।তাঁর এই ট্রান্সফারের পিছনে রয়েছেন সেই ফিজিক্সের টিচার বিনোদ বিহারী দত্ত।যে চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি চান সুন্দরবনে এই নারী পাচারের অন্ত হোক। অপরাধীরা সাজা পাক। তদন্তে নেমে অনিমেষ দত্ত জানতে পারেন এই নারীপাচারের পিছনে রয়েছেন এলাকার দোর্দন্ডপ্রতাপ এক বাবাজি।যিনি এলাকার সব অপরাধীর নাটের গুরু যে চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। সিরিজে একদম অন্যরকম একটি লুকে এবং রোলে দেখা যাবে টলিউডের অন্যতম বলিষ্ঠ এই অভিনেতাকে। প্রলয়-এর তাণ্ডব হবে আর প্রফেসর বিনোদ বিহারী দত্ত ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন না,তাও কি হয়।গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। রয়েছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়,জুন মালিয়া ছাড়াও আরও অনেকেই।ক্যামিও রোলে নজর কাড়বেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়,নুসরত ফারিয়ারা।একদিকে টানটান রহস্য আর রোমাঞ্চ অন্যদিকে মারকাটারি অ্যাকশন আর সংলাপ সবমিলিয়ে আবার প্রলয় কিন্তু জমে ক্ষীর।আগামী ১১অগস্ট থেকেই ওটিটিতে শুরু হবে আবার প্রলয়।