এই হিন্দি ছবিতে বাংলার প্রচলিত বাউল গানের রিমিক্স ব্যবহার করা হয়েছে। যা 'গোলেমালে' নামে প্রকাশ পেয়েছিল। গানটির মধ্যে প্রেমের এক আকুলতা ধরা পড়ে। বাংলার এই বাউল গানটি সমৃদ্ধ লোকসংস্কৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রেয়া ঘোষাল,দেব নেগী এবং কৌশিক গুড্ডুর মতো নামজাদা শিল্পীরা এই মনোমুগ্ধকর রচনাটিতে তাদের কন্ঠ দিয়েছেন। গানটি যথেষ্ট চিত্তাকর্ষক হয়েছে। গুড্ডুর একটি চিত্রকর্ষক রেপ সেগমেন্ট গানটিতে একটি সমসাময়িক টুইস্ট যোগ করেছে। যা সব সমস্ত বয়সের শ্রোতাদের সাথে অনুরণিত হবে।
এই সুরেলা সঙ্গীতটি ঐতিহ্যবাহী এবং সমসাময়িক সঙ্গীতের একটি সুরেলা মিশ্রণ যা আবেগ জাগিয়ে তোলার পাশাপাশি শ্রোতাদের একটি ছন্দে মাতিয়ে রাখার প্রতিশ্রুতি দেয়। জীবনের টুকরো টুকরো বর্ণনা দিয়ে, ট্রায়াল পিরিয়ড শ্রোতাদের একটি সমৃদ্ধ যাত্রায় নিয়ে যায়, যা হাস্যরস, উত্তেজনা, নাটক এবং আবেগের একটি নিখুঁত মিশ্রণ গড়ে তুলেছে।
অন্যদিকে, শুক্রবার ৪০ বছর পূর্ণ করলেন ধানুশ(Dhanush)।তামিল সুপারস্টারের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এল নতুন ছবি ক্যাপ্টেন মিলার(Captain Miller) ছবির টিজার।যে টিজারে রীতিমতো অ্যাকশন প্যাকড লুকে দেখা গিয়েছে ধানুশকে।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন শিবরাজ কুমার(Shivaraja Kumar), সন্দীপ কৃষ্ণান(Sundeep Krishnan),প্রিয়াঙ্কা মোহন(Priyanka Mohan) ছাড়াও আরও অনেকেই।ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রেক্ষাপটে ক্যাপ্টেন মিলার ছবিটি তৈরি করেছেন পরিচালক অরুণ মাথেশ্বরন(Arun Matheshwaran)।১৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবি।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউড এমনকি হলিউডেও দাপট দেখাচ্ছেন কোলাভরি ডি(Kolavari D) খ্যাত ধানুশ।গতবছর রুশো ব্রাদার্সের(Russo Brothers) পরিচালনায় দ্য গ্রে ম্যান(The Gray Man) ছবিতে দেখা গিয়েছে জাতীয় পুরস্কার(National Award Winner) জয়ী এই অভিনেতাকে।বিগত একবছরের মধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ধানুশ অভিনীত চার চারটি ছবি।পাশাপাশি পরিচালক আনন্দ এল রাইয়ের(Anand L Rai) পরিচালনায় রাঞ্ঝনা(Ranjhanaa)-র সিক্যুয়েল(Sequel) তেরে ইশক্ মে(Tere Ishq Mein) ছবির শ্যুটিংও শুরু করেছেন অভিনেতা। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ধানুশের আগামী ছবি ক্যাপ্টেন মিলার।তারকার ৪০তম জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির টিজার।