সুজয় ঘোষের(Sujoy Ghosh) পর এবার করণ জোহরের(Karan Johar) ছবির নায়িকা হতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান(Suhana Khan)।কিছুদিন আগেই জানা গিয়েছে, সুহানাকে নিয়ে একটি জমজমাট থ্রিলার ফিল্ম(Thriller Film) তৈরি করবেন পরিচালক সুজয় ঘোষ।ছবিতে সুহানার সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকেও(Shahrukh Khan)। এবং বাবা ও মেয়ের চরিত্রেই অভিনয় করবেন তাঁরা।পাশাপাশি ছবিটি প্রযোজনার দায়িত্বেও থাকছে কিং খানের(King Khan) সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট(Red Chilies Entertainment)।ছবির প্রি-প্রোডাকশনের(Pre-Production) কাজ ইতিমধ্যেই নাকি শুরুও হয়ে গিয়েছে।শ্যুটিং শুরু হতে এখনও ঢের দেরি।তবে তার আগে নেটফ্লিক্সে(Netflix) আসছে সুহানার ডেবিউ ফিল্ম দ্য আর্চিস(The Archies)।যে ছবিতে ভেরোনিকা(Veronica)-র ভূমিকায় অভিনয় করছেন শাহরুখের মেয়ে।পাশাপাশি ছবিতে দেখা যাবে অমিতাভের নাতি অগস্ত্য নন্দা(Agastya Nanda) ও বনি কাপুর(Boney Kapoor)-শ্রীদেবীর(Sridevi) মেয়ে খুশি কাপুর(Khushi Kapoor) সহ একঝাঁক নবাগত অভিনেতা-অভিনেত্রীকে।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দ্য আর্চিস ছবির টিজার(Teaser)।প্রকাশ্যে এসেছে সুহান,অগস্ত্য,খুশি সহ সব তারকাদের লুকও।যা দেখে উচ্ছ্বসিত করণ জোহর।এমনকি ভেরোনিকা রূপে সুহানাকে দেখে নতুন ছবির পরিকল্পনাও ফেঁদে ফেলেছেন কেজো।
শোনা যাচ্ছে,রকি অউর রানি কি প্রেম কাহানি-র পর করণের পরিচালনায় পরবর্তী ছবিও একটি দুর্দান্ত রোম্যান্টিক ফিল্ম।সেই ছবিতে নাকি সুহানাকে নায়িকা করতে চান পরিচালক।ছবিতে আরও অনেক নতুন মুখের পাশাপাশি দেখা যাবে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদেরও।করণের ধর্মা প্রোডাকশনের সঙ্গে রোম্যান্টিক ফিল্মটি প্রযোজনা করবেন শাহরুখ খানও।ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য লিখতেও শুরু করে দিয়েছেন করণ জোহর।কারণ,চলতি বছরের শেষেই নতুন ছবির শ্যুটিং শুরু করে দেবেন তিনি।কেজোর রোম্যান্টিক ফিল্মের শ্যুটিং শেষ করেই সুহানা যোগ দেবেন সুজয় ঘোষের থ্রিলার ছবির সেটে।
Find out more: