স্বাধীনতা দিবসে(Independence Day) আসতে চলেছে হৃতিক রোশন(Hrithik Roshan) ও দীপিকা পাডুকোন(Deepika Padukone) অভিনীত ছবি ফাইটার(Fighter)-এর ফার্স্ট লুক(First Look),এমনটাই জল্পনা উসকে দিলেন ছবির তারকারা।আগামী বছরের বিনোদনের অন্যতম আকর্ষণ হতে চলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের(Siddharth Anand) অ্যাকশন ফিল্ম ফাইটার(Fighter)।ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। অভিনয় করেছেন অনিল কাপুর(Anil Kapoor) ছাড়াও আরও অনেকেই।ফাইটার একটি এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম(Arial Action Thriller Film) যাঁর বেশ কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং স্টুডিওতে নয়,বরং মাঝ আকাশে সেরেছেন হৃতিক-দীপিকা-অনিল কাপুররা। ছবির ২৫মিনিটের ক্লাইম্যাক্সের(Climax) জন্যও নাকি প্রচুর টাকা খরচ করেছেন প্রযোজক।ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্টান্ট আর্টিস্ট ও অ্যাকশন ডিরেক্টরদের নিয়ে আসা হয়েছিল।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ফাইটার-এর একাধিক পোস্টার।যাতে ছবি নিয়ে দর্শকমহলে আগ্রহ ক্রমশই বেড়েছে।অবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আগামিকাল সকাল ১০টায় ফাইটার নিয়ে চমক আনতে চলেছেন নির্মাতারা।সোমবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন হৃতিক রোশন,দীপিকা পাডুকোনরা।

কলাকুশলীরা জানাচ্ছেন,ফাইটার শুধুমাত্র এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্মই নয়,একটি দেশাত্মবোধক ছবিও বটে।তাই ছবির নতুন ঝলক মুক্তির দিন হিসেবে স্বাধীনতা দিবসকেই বেছে নিয়েছেন নির্মাতারা।যদিও মঙ্গলবার সকালে ছবির ঝলক হিসেবে নতুন পোস্টার নাকি টিজার কি প্রকাশ্যে আসবে তার খোলসা করেননি তাঁরা।ছবির মুখ্যতারকা হৃতিক,দীপিকা,অনিল কাপুর,পরিচালক সিদ্ধার্থ আনন্দ কিংবা ছবির নির্মাতারাও এই বিষয়ে আগাম কিছু জানাতে নারাজ।যদিও বিশেষ সূত্রে জানা যাচ্ছে,পোস্টার নয়,কাল সকালেই হয়তো দেখা যাবে ফাইটার-এর প্রথম টিজার। গতবছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে ফাইটার।কিন্তু নানা কারণে বারবার পিছিয়েছে ছবির শ্যুটিং।একই সঙ্গে পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখও।অবশেষে আগামী বছর ২৫ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে ফাইটার।স্বাধীনতা দিবসে ফাইটার নিয়ে নেটিজনকে কি চমক দেন প্রযোজক আপাতত সেদিকেই নজর রয়েছে সকলের।

Find out more: