গোটা রাত ধরে চলেছে বোমাবাজি। দুই পক্ষের সংঘর্ষে যেমন মুড় মুড়কির মতো পড়েছে বোমা, তেমনই ছোড়া হয়েছে পাথর, ইট পাটকেল। বৃহস্পতিবারের রাত এভাবেই কাটিয়েছে বারাসত। এরপরই পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ।অগ্নিগর্ভ এলাকাকে শান্ত রাখতে রাস্তায় নামে র‌্যাফ।

গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪ জন। আহত হয়েছেন ৪ পুলিশ কর্মী। এর আগে, এলাকা যখন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে যায়, তখন পুলিশ ঢোকার চেষ্টা করে। পুলিশকে আটকাতে যায় উপস্থিত জনতা। শুরু হয় দুই পক্ষের খণ্ডযুদ্ধ। তখনই জনতার ইটের ঘায়ে আহত হয় ৪ পুলিশ কর্মী। আহতদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত পুলিশকর্মীদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। ঘটনার সূত্রপাত , বিজেপি -তৃণমূল সংঘর্ষ ঘিরে। এলাকার এক তৃণমূল নেতাকে বিজেপি কর্মীরা তুলে নিয়ে গিয়ে একটি ক্লাবে ব্য়াপক মারধর করেন বলে অভিযোগ। এরপরই খবর এলাকায় ছড়িয়ে পড়লে , পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।


Find out more: