আমাদের দেশ আর রাজ্যে শুধুই রাজনীতি চলে। কর্মসংস্থানের দিকটা পজিটিভ ভাবে, কেউ দেখেনা। রাজনৈতিক মাথারা ভাবে, যদি ছেলেদের চাকরি দিই, তাহলে খাটবে কারা ? নাড়াই বা দেবে কারা? ঝান্ডা ধরবে কারা? যাদের হাতে, মদের বোতল ধরিয়ে দিলে বা অকেশনে বা ভোটের দিন , বিড়িয়ানি খাইয়ে দিলে কিংবা বাড়ির কেউ মাড়া গেলে, মড়ার গাড়ি একটু কন্সেসন করিয়ে দিলে, যেখানে কাজ মিটে যায়, সেখানে কর্মসংস্থান নিয়ে , মাথা ঘামাবার কোন প্রয়োজন ? কাজ তাদের জন্য - যারা পার্টি তে মোটা টাকা ডোনেশন দেয়। বাবা , কাকা , আত্মীয় রা এম.পি, এম.এল.এ, কাউন্সিলর , প্রধান , তাদের জন্য চাকরি বরাদ্দ। তোমাদের জন্য নয়!