মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সব বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নিজেদের কোন ভুল থাকলে তা স্বীকার করে নিয়ে নিজেদের শুধরে নিতে।লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর পর্যালোচনার মাধ্যমে সামনে এসেছে জনপ্রতিনিধিদের আচার আচরণ ও জনসংযোগের অভাব।তাই বিধানসভা ভোটের আগে দলকে সংশোধনের জন্যই এই প্রস্তাব।

ভোট কুশলী প্রশান্ত কিশোর নেত্রীর সঙ্গে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন।তৃনমূলের বর্তমান পরামর্শদাতা তিনি।বৃহস্পতিবার তৃনমূল বৈঠকে অনুপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত ও শোভন চট্টোপাধ্যায়।স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়।যদিও তাঁর উপস্থিতি অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।

বিধায়াকদের সরল জীবন যাপন ও জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের দ্রুত প্রতিকারের চেষ্টা করতে নির্দেশ দিয়েছেন।কোলকাতায় এসে সময় নষ্ট না করে নিজের এলাকায় সময় দিয়ে সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমন্বয় রাখতে ৪ জনের ওপর দায়িত্ব ভাগ করে দেওয়ার কথাও বলেছেন।১৮ জুলাইয়ের মধ্যে বিধায়কদের ৪ জনের নাম পাঠাতে বলেছেন।৪ জনের মধ্যে ১ জন সোশ্যাল মিডিয়া, একজন ভোটার তালিকার, ও ২ জন বুথ ভিত্তিক সমন্বয়ের কাজ করবেন।নিজের দলকে রীতিমত ভেঙ্গে গড়ার কাজে লেগেছেন মুখ্যমন্ত্রী।দেখা যাক তাঁর এই চেষ্টা কতদূর ফলপ্রসূ হয়।


Find out more: