
মুম্বই হামলার মূল চক্রী ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে পুনরায় গ্রেফতার করেছে পাকিস্তানের সন্ত্রাস দমন দফতর।আগামী ২১ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের আগে এই ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতই বহন করছে।
হাফিজকে লাহোর থেকে গুজরানওয়ালার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় পাঞ্জাব প্রদেশের পুলিশ তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধ্যে সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক নয় ছয়ের ২৩ টি অভিযোগ আছে।হাফিজের সেচ্ছাসেবী সংগঠনের সাথে লস্কর-ই-তেইবার যোগাযোগের অভিযোগ আছে।
গুজরানওয়ালার জেলে ৭ দিন রাখার পড় হাফিজকে কোট লাখপত জেলে রাখা হয়েছে।যদিও ভারতীয় গোয়েন্দাদের মতে এ সবই আই ওয়াশ ইমরান সরকারের নিজেদেরকে ব্ল্যাক লিস্ট এর হাত থেকে বাঁচাতে।
ভারতীয় গোয়েন্দাদের মতে মুম্বই হামলার পর হাফিজকে নিরাপদে রাখার জন্যই তাকে গ্রেফতারির নাম দেওয়া হয়েছিল।সে বন্দি অবস্থাতেই ভারত বিরোধী কাজ চালিয়ে যায়।এক্ষেত্রেও তার ব্যাতিক্রম হবেনা।বালাকোট কাণ্ডের পর কাল পাকিস্তানের আকাশসীমা খোলা, আবার হাফিজকে গ্রেফতার, ঘটনাগুলি ইঙ্গিত বহন করছে।