
পুরনো অস্ত্রেই নতুন করে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই, তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিতে আন্দোলন করেছিল যুব কংগ্রেস। ২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের সেই তিরই তূণীরে ফেরাচ্ছে জোড়াফুল শিবির। রবিবার অর্থাৎ ‘শহিদ দিবস’-এর দিন সকালেই টুইট করে সে কথা স্মরণও করিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথম ২১ জুলাই। টুইটে তিনি লিখেছেন, ‘১৯৯৩ সালে ২১ জুলাই-এর আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এ বছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই। আসুন সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই’।
তৃনমূলের অস্ত্রে শান দেওয়া কতটা কার্যকরী হবে সেটা আজকের সভা বলে দেবে।