লোকসভা ভোটে অ-বিজেপি দলগুলির ভরাডুবির পর আজকের ২১ জুলাই মঞ্চের দিকে অনেকেই তাকিয়েছিলেন। এমনকী ব্যালট ফেরানোর দাবিতে সরব হওয়া তৃণমূল সুপ্রিমো কী বলেন সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের। তবে ইঙ্গিত যা দিলেন তাতে আসন্ন পুরসভা এবং আগামী পঞ্চায়েত ভোট ব্যালটে হতে পারে এ রাজ্যে। এদিন মমতা বলেন, আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে ইভিএম নয় ব্যালটে ভোট হয়। তাহলে ভারতে কেনও ইভিএম ছেড়ে ব্যালটে ভোট হবে না। দেশে নির্বাচন কমিশন ইভিএম-এ ভোট করবে। কিন্তু পশ্চিমবঙ্গে পুরসভা, পঞ্চায়েত তথা অঞ্চলিক প্রশাসন গুলির নির্বাচন, ব্যালটে করার আবেদন কমিশেনর কাছে আরও একবার জানান তৃণমূল নেত্রী। যার জেরে এবার রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়ছে নতুন জল্পনা। তাহলে কী আগামী দিনে রাজ্যের পুরসভা থেকে পঞ্চায়েত সব নির্বাচন কী ব্যালটে হতে চলেছে? এদিন সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেত্রী বলেন, ক্ষমতা থাকলে ব্যালটে নির্বাচন করে দেখাক। তাতেই সব স্পষ্ট হয়ে যাবে।  

প্রসঙ্গত ১৯৯৩ সালে দেশ জুড়ে নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রচলন করার দাবিতে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরেই দেশজুড়ে বর্তমানে ৮৫ কোটি লোকের রয়েছে ভোটার পরিচয় পত্র। আর এবার ব্যালট ফিরিয়ে আনার দাবিতে সরব সেই মমতা।


Find out more: