একুশে
জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা
বন্দ্যোপাধ্যায়। তবে সেই আক্রমণ থেকে বাদ যায়নি সিবিআই এবং ইডি দফতরও। ইতিমধ্যেই
টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত হাজিরা দিয়েছেন ইডি দফতরে। তার পরের দিনই
হাজিরা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘শতাব্দী (সাংসদ শতাব্দী রায়) আমাকে
কিছু ক্ষণ আগেই বলছিল, দিদি, লোকসভা ভোটের পর আবার ইডি ডাকতে
শুরু করেছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডেকেছে। আরও অনেককে
ডাকবে।’’ এর পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘সিবিআই-ইডি লোককে ডেকে বলছে, বিজেপির অমুক লোকের সঙ্গে যোগাযোগ কর। না হলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল হতে হবে। এক জন গ্রেফতার
হয়েছে। তাকে বলা হয়েছে, প্রভাবশালী রাজনীতিবিদের নাম বলতে
হবে। সে বলেছে, জানি না, আমার সঙ্গে যোগাযোগ নেই। এমনই অবস্থা যে, সিবিআই, ইডি দিয়ে ভয় দেখাতে হচ্ছে।’’
সিবিআই প্রসঙ্গে মমতার তোলা ওই অভিযোগের জবাবে অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, কোন সিবিআই অফিসার বলেছেন, তাঁর নাম বলুন। আমরাও তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব। কারণ, ওই কথা বলার অধিকার সিবিআইয়ের নেই! আসলে সিবিআইকে উনি মিথ্যা বদনাম করছেন।’’