নাগরিকপঞ্জী।
এই নাগরিকপঞ্জী নিয়ে দেশ তোলপাড়। কম জল ঘোলা হচ্ছে না এ রাজ্যেও। তবে এবার অসমের
নাগরিকপঞ্জী প্রকাশের সময়সীমা বাড়াল দেশের সর্বোচ্চ আদালত। চূড়ান্ত তালিকা প্রকাশের
দিন ৩১ জুলাই থেকে পিছিয়ে ৩১ অগাস্ট নির্ধারিত করে দিল শীর্ষ আদালত। জাতীয় নাগরিকপঞ্জির
কো-অর্ডিনেটরের আবেদনের ভিত্তিতেই শীর্ষ আদালতের
এই সিদ্ধান্ত। আগামী ৭ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজেদের বক্তব্য
প্রকাশের সুযোগ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন
গগৈ-এর বেঞ্চ। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়াদের মধ্যে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি নতুন করে
খতিয়ে দেখার যে আর্জি করেছিল কেন্দ্র
এবং
অসম সরকার, সেই আর্জি খারিজ করে
দিয়েছে শীর্ষ আদালত।