"জয় শ্রী রাম ধ্বনি তুলে সংখ্যালঘুদের
পেটানো বন্ধ হোক। যে কোনও ছুতোয় তাঁদের ভয় পাইয়ে
দেওয়া, গরুচোর প্রমাণিত করে
কিংবা গোরক্ষার নামে, ছেলেধরার নামে তাঁদেরকে আক্রমণ করা বন্ধ হোক।
যাঁরা খুব নিরীহ, অর্থনৈতিক ভাবে দুর্বল তাঁদেরকেও আক্রমণ করা হচ্ছে।
যাঁরা এর প্রতিবাদ করছেন তাঁদেরকে বলা
হচ্ছে
দেশদ্রোহী। এই বাতাবরণ আমাদের দেশের সংস্কৃতি ও সংবিধানের বিরোধী।'' এককথায়
অসিহষ্ণুতা
নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৪৯ জন বুদ্ধিজীবী। প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে সই
রয়েছে মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণণ, বিনায়ক সেন সহ আরও অনেকের। অসহিষ্ণুতা
ইস্যুতে এই চিঠিতে এরাজ্য থেকে সই
করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ,
অনুপম
রায় সহ আরও অনেকেই।
এই চিঠির পরিপ্রেক্ষিতে পাল্টা সওয়াল করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা প্রশ্ন, "জয় শ্রী রাম বলার জন্য যাঁরা গণধোলাইয়ের শিকার, তাঁদের জন্য কেন মুখ খুলছেন না বুদ্ধিজীবীরা?" একই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। তিনি তোপ দাগেন, "অধিকাংশ বুদ্ধিজীবী মমতার কেনা গোলাম। এদের বিশ্বাসযোগ্যতা নেই।" লকেটের সুরে তিনিও একই প্রশ্ন তুলেছেন। "জয় শ্রী রাম বলার জন্য এই রাজ্যে তো মানুষ মারাও গিয়েছে। কই চিঠিতে তার উল্লেখ নেই কেন?"
"জয় শ্রী রাম ধ্বনি তুলে সংখ্যালঘুদের পেটানো বন্ধ হোক। যে কোনও ছুতোয় তাঁদের ভয় পাইয়ে দেওয়া, গরুচোর প্রমাণিত করে কিংবা গোরক্ষার নামে, ছেলেধরার নামে তাঁদেরকে আক্রমণ করা বন্ধ হোক। যাঁরা খুব নিরীহ, অর্থনৈতিক ভাবে দুর্বল তাঁদেরকেও আক্রমণ করা হচ্ছে। যাঁরা এর প্রতিবাদ করছেন তাঁদেরকে বলা হচ্ছে দেশদ্রোহী। এই বাতাবরণ আমাদের দেশের সংস্কৃতি ও সংবিধানের বিরোধী।'' এককথায় অসিহষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৪৯ জন বুদ্ধিজীবী। প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে সই রয়েছে মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণণ, বিনায়ক সেন সহ আরও অনেকের। অসহিষ্ণুতা ইস্যুতে এই চিঠিতে এরাজ্য থেকে সই করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ, অনুপম রায় সহ আরও অনেকেই।
এই চিঠির পরিপ্রেক্ষিতে পাল্টা সওয়াল করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা প্রশ্ন, "জয় শ্রী রাম বলার জন্য যাঁরা গণধোলাইয়ের শিকার, তাঁদের জন্য কেন মুখ খুলছেন না বুদ্ধিজীবীরা?" একই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও। তিনি তোপ দাগেন, "অধিকাংশ বুদ্ধিজীবী মমতার কেনা গোলাম। এদের বিশ্বাসযোগ্যতা নেই।" লকেটের সুরে তিনিও একই প্রশ্ন তুলেছেন। "জয় শ্রী রাম বলার জন্য এই রাজ্যে তো মানুষ মারাও গিয়েছে। কই চিঠিতে তার উল্লেখ নেই কেন?"