বর্তমানে যা গ্রে পে তা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম, সেই বেতন বৈষম্য দূর করার দাবিতেই অনশনে বসেছেন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। তবে অনশনরত শিক্ষকদের দাবি অনুযায়ী গ্রে পে না বাড়লেও ৩২০০ টাকা গ্রে পে করার প্রস্তাব অর্থ দফতরকে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনশন তুলে নেওয়ার জন্য আবেদন জানান তিনি। ফের কাজে যোগ দিতে বলেন।

পাশাপাশি, বদলির প্রসঙ্গে অভিযোগও খতিয়ে দেখা হবে বলে সভায় জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "আজই অর্ডার দিয়েছি। যাঁদের ট্রান্সফার ঠিকমতো হয়নি, তাঁদেরটা নিয়ম মতো করা হবে।" উল্লেখ্য, এর আগে বেতন বৃদ্ধি প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, "যাঁরা কেন্দ্রীয় সরকারের মতো বেতন চান, তাঁরা কেন্দ্রে যান। দিল্লির চাকরি করুন। আমার কোনও আপত্তি নেই। আমি খুশি হব।"

উল্লেখ্য, বর্তমানে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। গ্রেড পে-২,৩০০/২,৬০০।


Find out more: