রাতভর প্রবল বর্ষণে জলমগ্ন মুম্বই। রাতভর এত জোরে বৃষ্টি হয়েছে যে ৭০০ জন যাত্রী নিয়ে চলতে চলতে বদলাপুর ও ওয়াঙ্গানির মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে পড়তে হয়েছে মহালক্ষ্ণী এক্সপ্রেসকে। লোকালয়হীন এলাকায় ওই এক্সপ্রেসে আটকে পড়া যাত্রীদের জল ও খাবার দিতে ছুটে গিয়েছেন রেল পুলিশ বাহিনীর কর্মীরা। গিয়েছে মুম্বই পুলিশও। যাত্রীদের উদ্ধার করতে রওনা হয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কর্মীরাও। গিয়েছে কপ্টার। গিয়েছে নৌকাও।মহালক্ষ্মী এক্সপ্রেস থমকে যাওয়ায় ওই লাইনে পর পর সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে একের পর এক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। ফলে, ওই এলাকা ও লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় ১২/১৪ ঘণ্টার জন্য দারুণ ভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

অন্যদিকে, নাছোড় বৃষ্টিতে কিছুই দৃশ্যমান হচ্ছে না বলে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ১১টি বিমান। যে বিমানগুলির মুম্বইয়ে নামার কথা ছিল, সেগুলির পথ বদলিয়ে দেওয়া হয়েছে। ব্যাহত হয়েছে বেশ কয়েকটি এলাকায় ট্রেন চলাচলও। প্রবল বর্ষণের জেরে মুম্বই ও তার লাগোয়া এলাকাগুলিতে ট্রেন পরিষেবার হালহকিকৎ জানাতে এ দিন মধ্যে রেলওয়ের তরফে টুইট করা হয়েছে। এছাড়া জলবন্দি হয়ে পড়ে কত জন নিখোঁজ রয়েছেন তার সন্ধান করা ও জলবন্দিদের উদ্ধার করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও চারটি দল রওনা হচ্ছে বদলাপুরে। এই ঘটনা নিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ।


Find out more: