লোকসভা ভোটের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তৃনমূল। একই মাসে দ্বিতীয়বার দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে ১১ জুলাই তৃণমূল ভবনে সব বিধায়ককে ডেকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন মমতা।  মাস ফুরনোর আগেই আগামী সোমবার নজরুল মঞ্চে ফের বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন। 
এখন বিধানসভার অধিবেশন নেই। দলের নেতাদের মতে, বিধায়কদের আরও বেশি জনমুখী করে তোলার এটাই প্রকৃত সময়। আর দু’‌মাস পরেই বাঙালির প্রধান উৎসব, দুর্গাপুজো শুরু। সেই উৎসবেও শামিল হবেন বিধায়কদের অধিকাংশ। তার আগে আগামী দু’‌মাস তাঁদের করণীয় বিষয়ে নির্দেশ দেবেন দলনেত্রী মমতা। 

মন্ত্রীদেরও আরও বেশি করে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে দল। মন্ত্রীদের বলা হয়েছে, সোম থেকে রবিবার পর্যন্ত পালা করে তৃণমূল ভবনে বসতে হবে। যাতে জেলা থেকে আসা কর্মীরা তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। লিখিতভাবে জানানো হয়েছে, যাঁরা দেখা করতে আসবেন, তাঁদের সঙ্গে যেন খারাপ আচরণ না করা হয়। যতটা সম্ভব তাঁদের অভাব–‌অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের কাছে সেগুলি পাঠাতে হবে। প্রশাসনিক কাজ শেষ হয়ে গেলে দলের কাজ শুরু করতে মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সেই নির্দেশ আরও পরিবর্ধিত ও পরিমার্জিত হতে পারে বলে মনে করছেন একাধিক নেতা–মন্ত্রী। 

লোকসভা ভোটের পর পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কয়েকটি সাংগঠনিক পদে বদল করা হয়েছে। উত্তরবঙ্গের রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেবকে সোমবার উপস্থিত থাকতে বলা হয়েছে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে ফল আশানুরূপ হয়নি। কয়েকজন বিধায়ক দল ছেড়ে বিজেপি–‌তে গেছেন। তবে তাঁরা ফিরবেন বলে তৃণমূলের বিশ্বাস। উত্তর ২৪ পরগনা জেলাতেও ভোটের ফল ভাল হয়নি। বিধায়কদের আরও বেশি কাজে শামিল করতে এই জেলা থেকেই নির্বাচনের পর প্রশাসনিক বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘‌হতাশ হওয়ার কারণ নেই। কর্মসূচির মাধ্যমে মানুষের মনকে ঘোরানো যায়। আমরা রাস্তায় থাকলে দল ঘুরে দাঁড়াবেই।’ 

 

 


Find out more: