উন্নাও কাণ্ডে অভিযোগকারিণীর দুর্ঘটনা নিয়ে
তোলপাড় সংসদ। বিরোধীরা তীব্র আক্রমণ করছে বিজেপিকে। আজ সংসদের অধিবেশন শুরুর
আগেই গান্ধী মূর্তির পাদদেশে উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস, DMK, BSP এবং সমাজবাদী পার্টির সাংসদরা। প্ল্যাকার্ড হাতে
উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।
অন্যদিকে, উন্নাওয়ের ঘটনাকে নাগরিক সমাজের 'কলঙ্ক' উল্লেখ করে সঠিক 'CBI তদন্তে'র দাবি করেন অধীর চৌধুরী। এই ঘটনায় সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি। যদিও কংগ্রেসের আক্রমণের জবাবে সংসদ বিষয়মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, 'CBI তদন্ত চলছেই। FIR-ও দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।' তবে উন্নাওয়ের ঘাতক ট্রাকটি কোনও সমাজবাদী পার্টি নেতার বলে অভিযোগ করেন BJP সাংসদ জগদম্বিকা পাল। সাধ্বী নিরঞ্জন জ্যোতিও পাল্টা অভিযোগ করেন, 'হইচই করে বিষয় থেকে নজর ঘোরাতে চাইছে সমাজবাদী পার্টি'। এর জেরে বিরোধীরা লোকসভায় আরও হইচই শুরু করে দেন।
উন্নাও কাণ্ডে অভিযোগকারিণীর দুর্ঘটনা নিয়ে তোলপাড় সংসদ। বিরোধীরা তীব্র আক্রমণ করছে বিজেপিকে। আজ সংসদের অধিবেশন শুরুর আগেই গান্ধী মূর্তির পাদদেশে উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস, DMK, BSP এবং সমাজবাদী পার্টির সাংসদরা। প্ল্যাকার্ড হাতে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।
অন্যদিকে, উন্নাওয়ের ঘটনাকে নাগরিক সমাজের 'কলঙ্ক' উল্লেখ করে সঠিক 'CBI তদন্তে'র দাবি করেন অধীর চৌধুরী। এই ঘটনায় সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি। যদিও কংগ্রেসের আক্রমণের জবাবে সংসদ বিষয়মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, 'CBI তদন্ত চলছেই। FIR-ও দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।' তবে উন্নাওয়ের ঘাতক ট্রাকটি কোনও সমাজবাদী পার্টি নেতার বলে অভিযোগ করেন BJP সাংসদ জগদম্বিকা পাল। সাধ্বী নিরঞ্জন জ্যোতিও পাল্টা অভিযোগ করেন, 'হইচই করে বিষয় থেকে নজর ঘোরাতে চাইছে সমাজবাদী পার্টি'। এর জেরে বিরোধীরা লোকসভায় আরও হইচই শুরু করে দেন।