বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।
বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।বুধবার সকালে, দান্তেওয়াড়ার বদলির কাছে IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF-এর জওয়ান। জানা গিয়েছে, CRPF-এর 195 ব্যাটালিয়নের জওয়ান রোশন কুমার। বিহারের নওয়াড়ার বাসিন্দা। উল্লেখ্য, বদলির কাছেই CRPF-এর ক্যাম্প। সেখান থেকে 700 মিটার দূরেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই জওয়ান।