জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে,
তাই দ্রুত অমরনাথ যাত্রীদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল জম্মু-কাশ্মীর
সরকার। চলে যেতে বলা হয়েছে পর্যটকদেরও। এ দিন সকালেই ভারতীয় সেনা এবং রাজ্য
পুলিশের তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠকে জঙ্গি হামলার সম্ভাবনার কথা জানানো হয়।
সেখানে বলা হয়, অমরনাথ যাওয়ার পথ থেকে থেকে প্রচুর বোমা, একটি ল্যান্ডমাইন
এবং একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, তীর্থযাত্রীদের
সফর বানচাল করতে, পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলার ছক কষছে। এই ষড়যন্ত্রে সরাসরি ভাবে
যুক্ত রয়েছে পাক সেনাও।
শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের হামলার ছক কষছে জঙ্গিরা। মূলত অমরনাথ যাত্রীরাই তাদের নিশানায় রয়েছেন। উপত্যকায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে অমরনাথ যাত্রী এবং পর্যটকদের নিরাপত্তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই যত শীঘ্র সম্ভব, ছুটি কাটছাঁট করে, নিরাপদে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ অন্যদিকে, সাংবাদিক বৈঠকে এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রাজ্য সরকারের তরফে ওই নির্দেশিকা জারি করা হয়, যার তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ওমর আবদুল্লা। রাজ্য সরকারের বিবৃতি উদ্ধৃত করে টুইটারে তিনি লেখেন, ‘একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না আমার! উপত্যকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে তা বোঝাতে সম্প্রতি কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দেশ-বিদেশের সাংবাদিকদের উড়িয়ে এনেছিল সরকার। কত সুষ্ঠু ভাবে যাত্রা সম্পন্ন হচ্ছে, তা দেখিয়েছিল। আর তার পরেই তীর্থযাত্রী এবং পর্যটকদের চলে যেতে বলে এই নির্দেশিকা!’