কলকাতা মেট্রো রাজ্যের গর্ব। এমনকী এই মেট্রোই শহরের যানবাহনের লাইফলাইন। কিন্তু সেই লাইফলাইনেই এখন নাস্তানাবুদ যাত্রীরা। কখনও রেক বিভ্রাট, কখনও দরজা খোলা-বন্ধ নিয়ে সমস্যা, কখনও ফায়ার, কখনও এসি ঠিকমতো না চলা। আর অতি সম্প্রতি ঘটে যাওয়া হাত আটকে প্রাণহানীর ঘটনা খবরের শিরোনামে এনে দিয়েছে কলকাতা মেট্রোকে। যে রেকের বয়স আর চালানোর মতো নেই সেই নন এসি রেকেই বিপত্তি ঘটল গতকাল অর্থাত শুক্রবার। তাও আবার অফিস টাইমে। শুক্রবার সকালে ৯টা ১২ মিনিটে দরজা খোলা নিয়ে একটি নন-এসি রেকে বিপত্তির সূত্রপাত। দমদম স্টেশন ছাড়ার পর একাধিক স্টেশন ওই ট্রেনটির দরজা ঠিকভাবে বন্ধ হয়নি। মেট্রো রেকে রক্ষণাবেক্ষণ করেন যাঁরা, তাঁরা ওই ট্রেনে ওঠেন। কিন্তু তাতে কাজ দেয়নি। শেষ পর্যন্ত কারশেডে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে। এর জেরে চরম দুর্ভোগের শিকার হতে হয় অফিস টাইমে মেট্রো যাত্রীদের। যদিও কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার জন্য দুটি অতিরিক্ত ট্রেন সার্ভিস তারা দিয়েছে। কিন্তু পিক আওয়ার্সে চারটি ট্রেন বাতিল হওয়ার যে সমস্যা সেই সমস্যা মেটানো যায়নি বলেই অফিস যাত্রীদের বক্তব্য। আবার ঠিক সময়ে প্রায় প্রত্যেকদিন মেট্রো পাওয়া যায় না বলেও অনেকে অভিযোগ করেছেন।

 

কিন্তু সুরাহা কবে মিলবে ? এই প্রশ্নই এখন মেট্রো যাত্রীদের মুখে। নিরাপত্তা কবে যথাযথ পাওয়া যাবে সেই প্রশ্নও কিন্ত জোরাল হচ্ছে। আবার সামনেই পুজো এই নন এসি রেকে পুজোরপ ভিড় কীভাবে সামলানো সম্ভব সেই প্রশ্ন কিন্তু ওঠা শুরু হয়ে গিয়েছে।   

 

Kolkata metros non ac rake  problem


Find out more: