চেষ্টা থাকা স্বত্বেও সেভাবে সাফল্য মিলছে না কোলকাতাতে পূজো দখলের চেষ্টা গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরে ‘সঙ্ঘশ্রী’ ক্লাবের পুজো নিজেদের দখলে আনতে গিয়েও পুনরায় ব্যার্থ বিজেপি।
কিছু দিন আগেই বিজেপির তরফে বলা হয়েছিল, ঐতিহ্যবাহী সঙ্ঘশ্রীর পুজোয় এ বছর সভাপতি হচ্ছেন রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তনবাবু নিজেও বলে ছিলেন, ক্লাব কর্তাদের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে। সঙ্ঘশ্রীর সহকারী সম্পাদক সৌরদীপ দত্ত জানিয়ে ছিলেন, এত দিন তাঁদের পুজোর উপদেষ্টা ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর তিনি পুজোয় নেই।
কিন্তু রবিবার দেখা গেলো সম্পূর্ণ অন্য চিত্র।ঐ ক্লাবের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কার্তিকবাবু। আর চেয়ারম্যান হিসেবে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সায়ন্তনবাবু বা তাঁর নাম যাঁরা বলেছিলেন, এ দিন তাঁদের কাউকেই দেখা যায়নি। এমনই যে হবে, তার আভাস অবশ্য আগেই দিয়েছিলেন ক্লাবের সভাপতি শিবশঙ্কর চট্টোপাধ্যায়। তিনি আগেই বলেছিলেন, ‘‘কার্তিক বন্দ্যোপাধ্যায় চিরকালই এ পুজোয় ছিলেন এবং এখনও আছেন। সায়ন্তন বসুর সঙ্গে এ পুজোর কোনও সম্পর্ক নেই।’’
সায়ন্তনবাবু বলেন ‘‘কখনও পুলিশ দিয়ে, কখনও অন্য উপায়ে তৃণমূলের নেতারা আমাদের ছেলেদের ভয় দেখাচ্ছেন। সঙ্ঘশ্রীতেও তা-ই হয়েছে। এখনও ৫৪টি পুজোর সঙ্গে আমরা যুক্ত। কিন্তু এখন সেগুলির নাম বলব না।’’
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন এই বিষয়ে ‘‘পুজো কী ভাবে দখল করতে হয়, আমাদের কাছে আগে তার ট্রেনিং নিক বিজেপি। যে ভাবে তারা পঞ্চায়েত দখল করছে, সে ভাবেই পুজো দখলের চেষ্টা করছে। কিন্তু কোথাওই সফল হচ্ছে না।’’