বলিউডের একজন বিশিষ্ট পরিচালক হওয়া স্বত্বেও তাকেই পড়তে হচ্ছে হুমকির মুখে।শুধুমাত্র কি সরকারের বিরোধিতা করায় এর কারণ? তাঁর বাবা মা হুমকি ফোন পাচ্ছেন,সোশ্যাল মিডিয়াতে মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।এইসব কারণের জন্যই পরপর দুটি টুইট করে নিজের টুইটের অ্যাকাউনট সরিয়ে নেন।তাঁর করা সেই টুইট গুলই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উঠছে প্রশ্ন।

 

এর আগে কেন্দ্র সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করে টুইট করেছিলেন অনুরাগ।প্রধানমন্ত্রীকে লেখা চিঠির ৪৯ জনের মধ্যে তাঁরও নাম ছিল।এরপর কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার ও ৩৫ এ ধারার প্রত্যাহারের বিরুধ্যে টুইট করে লিখেছিলেন ‘একজন মানুষ বিশ্বাস করছেন, তিনি যেটা করছেন সেটাই ১২ লক্ষ সাধারণ মানুষের জন্য সঠিক পদক্ষেপ। আর তিনি সেটা শেষপর্যন্ত বাস্তবায়িত করেও দেখাচ্ছেন। আর এটাই হল আসল ভয়।’‌

 

এরপর থেকেই হুমকি ফোন আসা শুরু হয়।শুধু সোশ্যাল মিডিয়াতে হুমকি নয়, তাঁর বাবা মা এর কাছেও প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসতে শুরু করে।এরপরই তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দুরে সরিয়ে নেওয়ার আগে লেখেন ‘‌‌যখন আপনি দেখছেন সরকার বিরোধী কথা বললে আপনার মা–বাবাকে ভয় দেখিয়ে ফোন করা হচ্ছে, মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে তখন ধরে নেওয়াই ভালো যে খারাপ পরিস্থিতির বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। সুতরাং আমি নিজেও চুপ থাকাই শ্রেয় মনে করলাম। তবে ভারতের শুভবোধের উদয় একদিন হবে এই কামনা করি।’ এরপরে অপর একটি টুইটে লেখেন, ‘‌সবার সাফল্য কামনা করি। সম্ভবত এটাই আমার শেষ টুইট। যখন আমাকে কিছু বলতে দেওয়া হবে না, বাধ্য করবে চুপ করে থাকতে তখন আমিও আর কিছু বলতে চাই না। আমার মনে হয় সবারই চুপ করে নিজের নিজের কাজ করা উচিত।’‌

 


Find out more: