কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ করে বিশেষ সুবিধা করতে না পেরে, ভারতের বিরুদ্ধ্যে পরমাণু যুদ্ধ বাধানোর চেষ্টার অভিযোগ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।শনিবারই ভারতের পরমাণু হানাদারির মোকাবিলায় পুরোদস্তুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছিল ইসলামাবাদ। এ বার তাঁর টুইটে ভারতের সম্ভাব্য পরমাণু যুদ্ধ নিয়ে বিশ্বকে সতর্ক হতে বললেন ইমরান।
তিনি মনে করেন যে পুরো বিশ্বের নজর কাশ্মীর ইস্যু থেকে ঘোরানোর জন্য ভারত পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে।
ইমরান খান টুইট করেছেন ‘‘ভারতের পরমাণু অস্ত্রভাঁড়ার থেকে অন্য দেশগুলি কতটা নিরাপদ, এ বার গুরুত্ব দিয়ে তা ভাবা উচিত গোটা বিশ্বের। কারণ, এটা এমন একটা বিষয়, যার প্রভাব শুধুই এই অঞ্চলেই নয়, পড়বে গোটা বিশ্বে।’’
শনিবারই ইসলামাবাদের তরফে জানানো হয়, ভারতের দিক থেকে যে কোনও পরমাণু হানাদারির জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে পাকিস্তান।৩৭০ ধারা রদের পর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গতকাল ইমরান সরকারের শীর্ষ স্তরের মন্ত্রী, অফিসার ও উচ্চপদস্থ সেনাকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তার পরেই যৌথ সাংবাদিক সম্মেলন করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। সেখানে গফুর বলেন, ‘‘এই ব্যাপারে আমাদের সন্দেহটা হালে খুবই জোরালো হয়েছে যে, কাশ্মীর থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতে বড়সড় পরমাণু হানাদারি চালাতে পারে ভারত। তবে তার জন্য আমরা পুরোদস্তুর তৈরি রয়েছি।’’
মেজর জেনারেল গফুর পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় বেশি সৈন্য মোতায়েনের পক্ষে যুক্তি দেখান যে তাঁদের আশঙ্কা যে ভারত জোর পূর্বক হয়তো পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে। তাই আত্মরক্ষারথে এই প্রস্তুতি।