দিন যত এগোচ্ছে টেনশন ততই
বাড়ছে। এতদিন পর মঙ্গলবার চাঁদের কক্ষপথে প্রথম ঢুকল চন্দ্রযান ২। যা এককথায় মাইল
ফলক পেরনো। প্রথম কক্ষপথ পেরোতেই সময় লেগে গিয়েছে ১৭৩৮ সেকেন্ড বা ২৮ মিনিট ৯৬
সেকেন্ড। এভাবে মোট পাঁচটি কক্ষপথ পেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি এলাকায় পা
ছোঁয়াবে চন্দ্রযান ২ –এর ভিতরে থাকা ল্যান্ডার ‘বিক্রম’। আর সেই দিনটিই হলো ৬ সেপ্টেম্বর রাত ১ টা ৫৫ মিনিট,
যা ৭ সেপ্টেম্বর পড়ে যাচ্ছে ইংরাজি ক্যালান্ডারের হিসাব মতো। আর এই ঘটনাই ভারত
প্রথম করবে। এর আগে কোনও দেশ তা পেরে ওঠেনি। আর তার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডার ‘বিক্রম’ থেকে বেরিয়ে
চাঁদের মাটি চষা শুরু করবে রোভার ‘প্রজ্ঞান’। মঙ্গলবার চাঁদের কক্ষপথে প্রথম ঢুকে পড়ার পর সাংবাদিক সম্মেলন করে একথাই জানান ইসরোর
চেয়ারম্যান কে সিভন। এবং আগামী ২ সেপ্টেম্বর ল্যান্ডারের বিক্রম আলাদা হয়ে যাবে
চন্দ্রযান ২ থেকে। তবে চাঁদের বুকে ল্যান্ডারকে নামানোই এখন সবচেয়ে কঠিন কাজ। সেই
কাজটাই বাকি রয়েছে বলে মন্তব্য ইসরো চেয়ারম্যানের। কোনও রকম সংঘর্ষ ছাড়া চাঁদের
বুকে বিক্রম যাতে নামতে পারে সেটাই চ্যালেঞ্জ। তবে এর জন্য চাঁদের কক্ষপথের দিকে ৯০
ডিগ্রি কোণে হেলে চন্দ্রযান ২-কে প্রদক্ষিণ করতে হবে। যদিও এখন ৮৮ ডিগ্রি কোনে
হেলে রয়েছে চন্দ্রযান ২। এবার আস্তে আস্তে কৌণিক অবস্থানকে ৯০ ডিগ্রিতে নিয়ে যাওয়া
হবে বলে ইসরো চ্যায়ারম্যান জানিয়েছেন। আগামী ২১ অগাস্ট চাঁদের দ্বিতীয় কক্ষপথে
প্রবেশ করানো হবে চন্দ্রযান ২-কে। প্রসঙ্গত, চাঁদের প্রথম তিনটি কক্ষপছ
উপবৃত্তাকার অর্থাত ডিমের মতো। আর শেষ দুটি কক্ষপথ গোলাকার।