এবার মমতা বার্তা দিয়ে বললেন যে বিরোধিতা হোক শুধুমাত্র ভোটের সময়, তারপর উন্নয়ন মূলক কাজ হোক কাঁধে কাঁধ মিলিয়ে।মঙ্গলবার দিঘায় একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজনৈতিক বিরোধিতা হোক ভোটের সময়। আমি আমার সংসদীয় দলকে বলে দিয়েছি, গঠনমূলক ভূমিকা নিতে। যে যেখানে ক্ষমতায় এসেছেন, কাজ করুন। আমরা আমাদের কাজ করছি।’’

কেন্দ্র রাজ্যের সংঘাত চলে আসছে বহুদিন থেকেই। এমনকি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করার কথা শোনা গিয়েছে স্বয়ং মমতার মুখেও। সেই মমতাই এ দিন কার্যত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য পারস্পরিক সহায়তার উপর জোর দিতে চাইলেন। তাঁর বার্তা, ‘‘প্রতিযোগিতা হোক কাজের। দাঙ্গার নয়। প্রতিযোগিতা হোক শান্তির। ধ্বংসের নয়, নির্মাণের।’’

তিনি আরও বলেন  ‘‘আমি বিজেপির বিরোধী হলেও রাজ্যে কেন্দ্র-বিরোধী বন্‌ধ করতে দিই না।’’ তারপরই তিনি বলেন, ‘‘আগে ৪০ লক্ষ শ্রমদিবস নষ্ট হয়েছে। আমাদের সময় সেই সংখ্যাটা শূন্য।’’ তবে বিজেপিকে একহাত নিতে ছাড়েননি। তিনি বলেন  ‘‘মাথায় ফেট্টি বেঁধে, হাতে ডান্ডা নিয়ে হিংসার পথে যাবেন না। তাতে সবারই মুখ পুড়বে।’’

পূর্ব মেদিনীপুরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান প্রসঙ্গে নিজেদের দলের কি কি করনীয় সেই বিষয়ে দলের নেতা মন্ত্রীদের, সাংসদের উপদেশ দেন। জনসংযোগের ওপর বেশি গুরুত্ব দিতে বলেছেন তিনি নিজ বিধায়কদের।পাশাপাশি সরকারি প্রকল্পের প্রচারেও নজর রাখতে বলেছেন।

 


Find out more: