CBSC তে মাএাহীন ভবে Examination Fee বৃদ্ধি করলো কেন্দ্র ।  জেনারেলের ফি ২০০%,   রিসারভেসনের ফি ১৪০০% হল।  
 আসলে শিক্ষা ব্যাবস্থাকে বিকেন্দ্রীকরণ করে,  বেচে দিতে চাইছে BJP।
কেড়ে নিতে চাইছে আমার-আপনার মত সাধারন মধ্যবিও ঘরের শিক্ষার অধিকার৷ 
সরকার আর্থিক চাপ সৃষ্টি করে, দেশবাসীকে শিক্ষা থেকে বিমুখ করে রাখতে চাইছে। 
অবিলম্বে কেন্দ্রের এই বিনাশকারী  শিক্ষা নীতির বিরুদ্ধে আমাদের সরব হয়ে,  কলেজে কলেজে আন্দোলন গড়ে তুলতে হবে। 
ছাএ-ছাএী দের বোঝাতে হবে,  এতে ভারতের শিক্ষা ব্যাবস্থার সমূল সর্বনাশ হবে।  দিদি এবং আমাদের দল কেন এর বিরোধিতা করছে তা বোঝাতে হবে মানুষকে। 
গন আন্দোলন চাই,  ছাএ-দল-মত নির্বিশেষে সই সংগ্রহ অভিজানে নামতে হবে৷  প্রয়োজনে প্রশাষন কে জানিয়ে স্বল্প সময়ের জন্য(১০-১২ ঘন্টা) বড় কোন রাস্তার মোড়ে,  সারা ভারতের ছাএ স্বার্থ রক্ষার দাবীতে প্রতীকি অনসনে বসতে হবে। 
আর ঐ সংগৃহীত সাক্ষরের কপি ডেপুটেশনের আকারে জেলাশাসক,  SDO,  স্থানীয় বিধায়ক,  MP  এবং শিক্ষা দপ্তরে পাঠাতে হবে।  
আর এর সমস্ত ভিডিও করে রাখতে হবে।  
সারা রাজ্য ব্যাপি ছাএদের গন আন্দোলন গড়ে তুলতে হবে। আগের রেলের পরীক্ষা তে ৫০০ টাকা ক্রে পরীক্ষা ফী নেওয়া হল। কিন্ত পরীক্ষা না হওয়ায়, বলা হয়েছিলো টাকা টা ফেরত দেওয়া হবে । কিন্তু আজও কেউ টাকাটা ফেরত পাইনি । এবারেও পরীক্ষা র জন্য টাকা ণেওয়া হল। কিন্তু কোন খবর নেই । সারা বছর ধরে, ফী জমা করলাম । কিন্তু নিয়োগের কোন খবর নেই ।

Find out more: