একসময় শুনতাম সিপিএম আদর্শবাদী দল, নিয়ম নিষ্ঠ দল।কিন্তু কোন দিনই তা আমাদের মনে হয় নি। কমিউনিষ্ট পার্টি নাকি সর্বহারার দল। তা শুনেও হাসি পেয়েছে । আমার  তো মনে হয় বাংলাকে সর্বহারা করে দিয়েছে। বাংলার সম্মান ঐতিহ্য,ভবিষ্যত, স্বপ্ন, সব হারিয়ে দিয়েছে ভারতের কমিউনিষ্ট পার্টি বাংলাকে । ওদের দলের আদর্শ , ম্যানিফেস্টো, বাস্তবে কোন কাজেই লাগেনা। এই কমিউনিষ্ট পার্টির লাভ বলতে , পাঁচ - ছ বছরের জন্য মুখ্যমন্ত্রির সিট টা ধরে রাখতে পেরেছিল। তার বদলে পশ্চিমবঙ্গ থেকে ইংরাজি আর কম্পিউটার শিক্ষা তুলে দিয়েছিল। যারা বিশ্ব কবি রবীন্দ্রনাথ কে বুর্জোয়া কবি বলেছিল। নেতাজি কে তোজোর কুকুর বলেছিল। যারা মিডিয়াকে প্রতিবন্ধী করে দিয়েছিল। যারা বাংলায় শিক্ষাখাতে কোন দিশা দেখায়নি । সমস্ত শ্রেনিকে দল দাস করে রেখেছিল। মানুষের বাক্ -স্বাধীনতা কেরে নিয়েছিল। শুধুমাত্র নিজেদের পকেট ভরিয়েছে। আর এখগাদা পার্টি অফিস তৈরী করেছে। ওদের পার্টি অফিসে ভারতবর্ষের কোন মনীষির ছবি থাকেনা। রাশীয়ান আর চাইনিজ ব্যাক্তি দের ছবি টাঙানো থাকে। বাংলায় এক গাদা টাকা ধাঁর করে গেছে। এই পার্টিটা কেন্দ্রের অন্যায়ের কোন প্রতিবাদ করেনা। তাই গুরুত্ব হারিয়ে তৃতীয় দল হয়ে দাঁড়িয়েছে। কয়েক জন বয়স্ক মিলে আলিমুদ্দীন চালাচ্ছে। তাদের তো স্বপ্ন দেখাই শেষ। ঘুৃরে দাঁড়াবে কি! আবার বাংলায়।।


Find out more:

cpm