পশ্চিম বঙ্গ নাম পরিবর্তন করে 'বাংলা' নাম টা রাখতে লড়াই চালাচ্ছে পশ্চিম বঙ্গের বর্তমান সরকার। যেহেতু পশ্চিমবঙ্গের  ইংরাজি শব্দ 'west bengal' । সেহেতু সংসদে বক্তব্য রাখার সময় আসে। তখন আর গুরুত্ব থাকে না। বা কেউ ধৈর্য ধরে শোনেও না। এমন কি রাজ্যের মর্মার্থ টা যথার্থ করার জন্য, এই বাংলা নাম টা রাখা খুবই গুরুত্বপুর্ন। সবার ক্ষেত্রে বাংলা লেখা টাও সহজ হবে। বাংলার সিপিএম, কংগ্রেস প্রথমে, দ্বিমত পোষন করলেও, পরে নাম পরিবর্তনের পক্ষে সায় দেয়। কিন্তু বিজেপি সরকারের নাম পরিবর্তনে অনীহা। তাদের যুক্তি অপ্রাসঙ্গিক। গত চব্বিশ তারিখ সুপ্রিম কোর্ট ঘোষনা করল, এবার থেকে রায় বাংলা তেও বেরোবে। তাই তৃণমূল সাংসদ রা প্রধান মন্ত্রির সাথে দেখা করে, রাজ্যের নাম পরিবর্তনে আর্জী জানায়। এই পশ্চিমবঙ্গ নাম পরিবর্তন কথা অনেক দিন থেকেই চলে আসছিল । মমতা দি যখন থেকে মুখ্য মন্ত্রী পদে বসেছে । সমস্ত রেল স্টেশন থেকে রাস্তা ঘাট সবই মনিষী দের নাম পরিবর্তন হয়েছে । এদিকে বাংলার সিপিএম এ বিষয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ছিল । সাথে কংগ্রেসও ব্যাপার টা ছাড়ো ছাড়ো ছিল ।  কিন্তু সিপিএম কংগ্রেস এখানে দোসর একে অপেরের হ্যা দেখে হ্যা মেলায় । পরে নিজেরা বিবেচনা করে ভোটের ফলাফল টুকে , বাংলার নাম পরিবর্তনে সায় দেয় । জনগণের কথা টা কেউ ভাবে না । রাজনিতি টাই বড় ।
অপর দিকে বিজেপি সে তার কৃতিত্ব নিয়ে পরে আছে । যেমন সব টা ওদের হাথ দিয়েই হয় । কোন কিছুই বিরোধী রা না করে ।


Find out more: