ফ্রান্সের বিয়ারিৎজ শহরে জি-সেভেন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। খুব স্বাভাবিকভাবেই সেই আলোচনায় উঠে এলো জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা উচ্ছেদ প্রসঙ্গ। তবে সেই গুরুগম্ভীর আলোচনা ছাড়াও তাঁদেরকে দেখা গেলো বেশ হাল্কা মেজাজে।
জি-সেভেন বৈঠক চলছে। তার ফাঁকেই সোমবার আলাদা করে বৈঠক করেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর, খুব স্বাভাবিক ভাবেই দুই দেশের দুই প্রধানের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে ওঠে কাশ্মীর।এরকম পরিস্থিতিতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলাদা বৈঠকের দিকে নজর ছিল সবার।
দুজনের আলোচনা চলাকালীনই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা মোদীকে প্রশ্ন করলে তিনি তাঁদেরকে হিন্দিতেই উত্তর দেন। তিনি হিন্দিতেই বলেন ‘‘আমার মনে হয়, আমাদের দু’জনকে কথা বলতে দিন। আমরা আরও আলোচনা করব। শেষ হলে সবটা প্রয়োজন মতো আপনাদের জানিয়ে দেব।’’ ঠিক সেই সময়েই, মোদীকে দেখিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘উনি আসলে খুব ভাল ইংরেজি বলেন। কিন্তু, তিনি ওই ভাষায় কথা বলতে চান না।’’
এরকম একটা মন্তব্য গুরুগম্ভীর পরিস্থিতিটাকে এক লহমায় বদলে দেয়। সাংবাদিকরা সহ দুই রাষ্ট্রপ্রধানকেও হাসতে দেখা যায়। ট্রাম্পের হাত ধরে ঝাঁকিয়েও দেন প্রধানমন্ত্রী। পাল্টা সৌজন্য দেখান ট্রাম্পও।