জনগনের টাকা Black money ফিরিয়ে দাও।#
#উজালা ঘোটালার Black money ফিরিয়ে দাও।
#১৫ লাখের Black money ফিরিয়ে দাও।#
#নির্বাচন এ খরচা করা ২৭০০০ কোটি টাকা আমাদের মতো জনগণের টাকা,এই কাটমানি ফিরিয়ে দাও।#
#বল্লভ ভাই প্যাটেল মূর্তি বানানোর কাটমানি ফিরিয়ে দাও #
#রাফায়েল দুর্নীতি এর কাটমানি ফিরিয়ে দাও#
#স্বল্প সঞয় সুদের হার কমানোর কাটমানি ফিরিয়ে দাও#
#অভিশপ্ত নাইটির অভিশপ্ত লকু র বাচ্চা চুরির কাটমানি ফিরিয়ে দে#
#Ambulance চোর মূর্খ দীলু সব কাটমানি ফিরিয়ে দে#
#ভাটপাড়ার গুন্ডা যা নিয়েছিস পাবলিকের থেকে সব কাটমানি ফিরিয়ে দে#
#কাচড়াপাড়ার দুই কাছড়া অনেক লুঠেছিস জনগণের, তারজন্যে ই থাইল্যান্ডে ১২০০কোটির হোটেল সব‌ কাটমানি ফেরত চাই#
#যদি এসব কাটমানি আমরা ফেরত না পাও কেউ বিজেপির পার্টি অফিস, বিজেপি র দফতর, বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করো।।না দিলে কেউ উঠবেন না।আমি তো ফেরত না পেলে ধর্না দেব। আপনারা ও পথে নামুন সাথি।পথেই আমাদের পরিচয়।। ত্রিপুরা ও জম্মু তাদের বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট ভেঙ্গে বেতন দিয়েছে। বিশ্বভারতীর যা টাকা জমা আছে তা দিয়ে আর কয়েক মাসের বেতন হবে। তারপর কি হবে কেউ জানেনা। বিশ্বভারতীর পিএইচডির ছাত্ররা তাদের ন্যায্য ফেলোশিপ পাচ্ছেনা। এই নিয়ে ইউজিসিকে অভিযোগ জানালে ইউজিসি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে ফেলোশিপ দিতে (নিচে দিলাম), অথচ টাকা দেয়নি। ২০১৭-১৯ র ছাত্র ছাত্রীরা তাদের ফাইনাল সেমেস্টার দিয়ে দিল, এখনও পি জি ইন্দিরা গান্ধী সিঙ্গল গার্ল চাইল্ড এবং Rank holder স্কলারশিপের একটি পয়সাও পায়নি।বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হচ্ছে নিজের পয়সা নিজে তোল। ছাত্রদের ফি বাড়াও। আর সুদের বিনিময়ে ঋণ নিয়ে বিশ্ববিদ্যালয় চালাও। এই নিয়ে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের যৌথ সহযোগিতায় হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি (হেফা) তৈরী হয়েছে, ইউজিসির সব অনুদান বন্ধ করে সুদের বিনিময়ে হেফা থেকে ঋণ নিতে 


Find out more: