২৪ অগাস্ট দিল্লির এইমস হাসপাতালে দুপুর ১২ টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। রবিবার নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। সেখানেই ঘটে হাত সাফাইয়ের ঘটনা। ইতিমধ্যেই পাঁচটি মোবাইল চুরির ঘটনার অভিযোগ জমা পড়েছে থানায়। তাঁর মধ্যে রয়েছে বাংলার এমপি বাবুল সুপ্রিয়র নামও। জানা গিয়েছে, মোট ১১ টি মোবাইল চুরি হয়েছে অরুল জেটলির শেষকৃত্যে। এই নিয়ে মুখ খুলেছেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরাওয়ালা। তিনি ট্যুইটে লিখেছেন, ‘‘আমরা সবাই যখন কে শ্রদ্ধা জানাতে ব্যস্ত ছিলাম, যে ফোনে এই অনুষ্ঠানের ছবি তুলছিলাম সেটি চোরেরখপ্পড়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় শ্মশানঘাটকেও ছাড়ছে না চোর।মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে তারা’’। তবে এই ঘটনার জেরে প্রশ্ন উঠে গিয়েছে নিরাপত্তা নিয়েও। যেখানে দেশের অধিকাংশ ভিভিআইপিরা রয়েছেন, কেন্দ্রীয়মন্ত্রীরা রয়েছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা এতো ঢিলেঢালা হয় কী করে ? 

দিল্লিতে এরকম ঘটনা অবশ্য নতুন নয়, জুলাই মাসে বিজেপি সাংসদ হংসরাজ হংসের গানের অনুষ্ঠানেও এরকম গণ চুরির ঘটনা ঘটে।

অন্যদিকে, রাষ্ট্রপতির ক্ষমতা বলে কাশ্মীর থেকে ৬৯ বছর পরে ৩৭০ ধারা তুলে দেওয়া হল। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হল। ফলে দেশের অন্য কেন্দ্র শাসিত অঞ্চলের মতো জম্মু-কাশ্মীর এবং লাদাখও হল ভারতের সংবিধানের আওতায়। কিন্তু তার পর এই প্রথম জঙ্গি সক্রিতার ঘটনা ঘটল কাশ্মীরে। তুলে নিয়ে গিয়ে পুলওয়ামার জঙ্গলে হত্যা করা হয়েছে দুই পশু পালককে। সোমবার সন্ধেয় রাজৌরি জেলা খেকে আবদুল কাদের কোহালি এবং শ্রীনগর থেকে মনজুর আহমেদ নামক দুই পশুপালককে অপহরণ করে । তারপরই খোঁজ শুরু করে পুলিশ। পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং সংবাদমাধ্যমে জানান, সকালে পুলওয়ামা জঙ্গলে তাঁদের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আমরা সর্বশক্তি দিয়ে এই জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করার চেষ্টা করছি।

 



Find out more: