আজকের দিনে , রাজনীতিতে নতুন প্রজন্মএর বড় অনীহা । যুবা প্রজন্ম সব কিছু হতে চায় । ডাক্তার ,র্ই‌ঞ্জিনিয়ার , মক্তার , ব্যারিস্টার , আই পি এস , আই সি এস । কিন্তু এই সমস্ত  চাকুরি যাদের অধীনে অর্থাৎ যারা নিয়ন্ত্রন করে । সেই ভুমিকায় ,আস্তে কার ইচ্ছে নেই ।তারা যেন রাজনীতি টাকে নোংরা চোখে দেখে । তারা মণে করে রাজনীতি করা মানেই দুর্নীতির সাথে যুক্ত হওয়া । কিন্তু দুর্নীতি মুক্ত করার জন্য যুব -শক্তি  কে এগীয়ে আসতেই হবে । শুধু দুর্নীতি দেখে সোশ্যাল মীডীয়ায় ট্রল করলে বা  গালী -গালাজ কড়লে চোল্বে না । কারণ এদেশ আমাদের । আমাদের দেশ । এখানে যেমন শূণ্ডোড় টা ঊপোভোগ করবে । তেমনি জঞ্জাল সরানোর কাজ টার জন্য এগীয়ে আসতে হবে । কারণ বয়স্ক দের দৌড় ঝাপ করে কাজ করার ক্ষমতা টা অনেকটাই ম্লান হয়ে আসে । কিন্তু অনেক সময় দেখা যায় ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে তারা ভালো পারে । তাই সবাই কে সাথে নিয়ে , দেশের কাজে ঝাপীয়ে পরতে হবে । তাহলে দেশ এগোবে । যেমন আমাদের ঘর থেকেই , ঘরে বাবা  দাদু আমাদের গুরুজন দের কাছ থেকে গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিতে হয় । আজকে যে সমস্ত ভারতবর্ষের জাতীয় দল বা আঞ্চলিক দল দেখছি প্রথম সারিতেই দেখি বয়স্ক মানুষ রা । এদের সাথে নতুন প্রজন্ম কে প্রথম সারিতে নিয়ে আসতে হবে । তবেই ত দেশের নতুন প্রজন্ম অনুপ্রেরনা পাবে উৎসাহ পাবে । বর্তমান রাজনইতিক ক্ষুরধার জ্ঞান সম্পন্ন ব্যাক্তি প্রশান্ত কিশোর  । তিনি নতুন প্রজন্ম কে সহজ সরল পথে দেশের রাজনীতিতে অংশ গ্রহন করানোর প্তহ প্রদর্শকের ভূমিকা অবলম্বন করছেন । বর্তমান প্রজন্মের দরকার দুর্নীতি মুক্ত দেশ গড়তে , রাজনিতিতে অংশ নিতে বুদ্ধি দিয়ে নিষ্ঠা দিয়ে উৎসাহের সাথে , সক্রিয় ভাবে রাজনীতি ক্রা দ্রকার। যাতে সিস্টেমে নতুন প্রজন্ম পেতে , সবসময় পরম্পরা বজায় থাকে ।


Find out more: