
তৃণমূলের ছাত্র
পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে পুরনো মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা
বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের কার্যত তুলধনা করেছেন তিনি। বিজেপি যাতে আগামী ৫০
বছরেও বাংলাতে আসতে না পারে তার জন্য নিজেই এক দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী বলেন, ‘‘ছাত্রছাত্রীদের মধ্য থেকে পরবর্তী নেতৃত্ব তুলে আনব। যাঁরা আমার সঙ্গে কাজ করতে
চান, তাঁদের তালিকা তৈরি হবে। সেই তালিকা দেখে
প্রত্যেকের সঙ্গে আমি কথা বলব। তাঁদের মতামত শুনব। এমন নেতৃত্ব তৈরি করব, যাতে আগামী ৫-১০ বছর কেন, ৫০ বছরেও বিজেপি বাংলার দিকে ফিরে তাকাবে
না।’’
আগামী ১৪ ও ১৫
নভেম্বর নেতাজী ইন্ডোর রাজ্যের সমস্ত টিএমসিপি ছাত্র-ছাত্রীদরে সঙ্গে কথা বলবেন
তৃণমূল নেত্রী। যদিও প্রাথমিকভাবে যোগ্য নেতা-নেত্রীদের বাছাইের কাজটা করবে কোর
কমিটি। সেই কমিটিতে রয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়. রাজ্য সভাপতি
সুব্রত বক্সি, যুব সভাপতি অভিষেক
বন্দ্যোপাধ্যায়, সুব্রত
মুখোপাধ্যায়, ববি হাকিম ও
প্রাক্তন টিএমসিএম সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। কিন্তু কীভাবে হবে বাছাইয়ের
প্রক্রিয়া ? এ বিষয়ে মমতা
বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রত্যেক জেলা
থেকে প্রাথমিকভাবে যোগ্য ছেলে-মেয়েদের তালিকা সবুজ পাতায় লিখে রাখতে হবে। সঙ্গে
ছবি, ঠিকানা, ফোন নম্বর এবং কোন কোন কাজে যোগ্যদের উতসাহ রয়েছে সেটাও
লেখা থাকবে। সেই তালিকা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে বসবেন। দেশ নিয়ে, রাজ্য নিয়ে, তৃণমূল নিয়ে সেই ছেলে-মেয়েদর কী ভাবনা
আছে সেটা শুনবেন।