তিনি ফিটনেস
চ্যালেঞ্জ নেন। সেটা আগে বহু ভিডিওতে দেখা গিয়েছে। এবার জাতীয় ক্রিড়া দিবসে
দেশবাসীকেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কী বাতে আগেই
জানিয়েছিলেন এবার জাতীয় ক্রিড়া দিবসে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর
স্টেডিয়ামে কেন্দ্রের ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। গোটা দেশে সুস্থতা ও সুস্বাস্থ্যের সংস্কৃতি গড়ে তোলাই এই
কর্মসূচির প্রধান লক্ষ্য। পিভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাস, কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া-সহ অসংখ্য ক্রীড়া ব্যক্তিত্ব এই ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী
বলেন, “আমাদের দৈনন্দিন
জীবন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ফিটনেস জরুরি।” দেশবাসীকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার
আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ফিটনেসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন।”
অন্যদিকে, তৃণমূলের
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে পুরনো মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের কার্যত তুলধনা করেছেন তিনি। বিজেপি
যাতে আগামী ৫০ বছরেও বাংলাতে আসতে না পারে তার জন্য নিজেই এক দায়িত্ব নিলেন মমতা
বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, ‘‘ছাত্রছাত্রীদের মধ্য থেকে পরবর্তী নেতৃত্ব তুলে আনব। যাঁরা
আমার সঙ্গে কাজ করতে চান, তাঁদের তালিকা
তৈরি হবে। সেই তালিকা দেখে প্রত্যেকের সঙ্গে আমি কথা বলব। তাঁদের মতামত শুনব। এমন
নেতৃত্ব তৈরি করব, যাতে আগামী ৫-১০
বছর কেন, ৫০ বছরেও বিজেপি বাংলার দিকে ফিরে তাকাবে
না।’’ আগামী ১৪ ও ১৫
নভেম্বর নেতাজী ইন্ডোর রাজ্যের সমস্ত টিএমসিপি ছাত্র-ছাত্রীদরে সঙ্গে কথা বলবেন
তৃণমূল নেত্রী। যদিও প্রাথমিকভাবে যোগ্য নেতা-নেত্রীদের বাছাইের কাজটা করবে কোর
কমিটি। সেই কমিটিতে রয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়. রাজ্য সভাপতি
সুব্রত বক্সি, যুব সভাপতি অভিষেক
বন্দ্যোপাধ্যায়, সুব্রত
মুখোপাধ্যায়, ববি হাকিম ও
প্রাক্তন টিএমসিএম সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়।