এবারদুর্গাপূজাকমিটিগুলোকে একগুচ্ছ উপহার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর।
কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয় উৎসব নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, এবার পুজোর বিসর্জন শেষ করতে হবে ১০ অক্টোবর। আর কলকাতায় কার্নিভাল হবে ১১ অক্টোবর শুক্রবার। একই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা।
১। ২৫% বিদ্যুতের ছার দেওয়া হবে সব পুজো কমিটিকে। কলকাতা সহ গোটা রাজ্যেই এই সুযোগ মিলবে।
২। পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে কোনও টাকা পয়সা দিতে হবে না।
৩। বিজ্ঞাপনের জন্য পুরসভাগুলিকে কোনও খরচ দিতে হবে না।
৪। রাজ্যের সব পুজো কমিটিকে গত বছর সরকারের তরফে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হচ্ছে।
৫। মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটিগুলিকে অতিরিক্ত ৫০০০ হাজার টাকা দেওয়া হবে। 

যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে দুর্গা পুজা কমিটি গুলি কে অতিরিক্ত ট্যাক্স বসাচ্ছে । এমন করলে পুজা কমিতি গুলি অনুৎসাহিত হয়ে পরবে বাংলার কৃষ্টি ঐতিহ্য তুলে ধরতে । কিন্তু বাংলার বাইরে গনেশ পুজা নিয়ে এইরকম ব্যাবস্থা নেয় নি বিজেপি সরকার । এইভাবে দ্বিচারিতা করে , আবার  মিথ্যে বলে, মমতা দিদি পুজা বন্ধ করে দিচ্ছে ।  কিন্তু সেখানে মমতা দিদি বাংলার ঐতিহ্য বাঁচানোর জন্য , পুজা কমিটি গুলি কে উৎসাহিত করার জন্য । অনুদান থেকে শুরু করে, সব রকম সহযোগিতা করছে ।


Find out more: