পাকিস্তানে দেশ জুড়ে ‘কাশ্মীর দিবস’ পালন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে উত্তপ্ত বক্তৃতা দেওয়ার পর উত্তর সম্পাদকীয় লিখলেন মার্কিন দৈনিকে। এবং দুই জায়গাতেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ইমরান খান বললেন, ভারত-পাক লড়াই লাগলে ভুগতে হবে দুনিয়াকে।
শুধুমাত্র এতেই থেমে থাকেননি। নরেন্দ্র মোদী ও এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে তাঁর নিবন্ধে সরাসরি আক্রমণ করেছেন ইমরান। অসহিস্নুতার অভিযোগ তুলে বলেছেন ‘‘আমরা ‘নতুন ভারতের’ বিরোধিতা করছি, যার নেতৃত্বে রয়েছে এমন একটা দল, যারা আরএসএস থেকে গড়ে উঠেছে।... যে গোষ্ঠীর প্রতিষ্ঠাতারা বেনিটো মুসোলিনি এবং অ্যাডল্ফ হিটলারের প্রশংসা করেন।’’
মার্কিন সংবাদপত্রে ইমরান প্রসঙ্গের শিরোনাম ‘কাশ্মীর এবং তার মানুষের উপরে ভারতের নিগ্রহ বন্ধ করতে গোটা বিশ্ব যদি কিছুই না-করে, দু’টি পরমাণু শক্তিধর দেশ সরাসরি সামরিক সংঘাতের মুখোমুখি হবে।’ তাঁর দাবী পাকিস্তান যখন শান্তি প্রক্রিয়ার জন্য সক্রিয় হচ্ছে, ভারত তখন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে (এফএটিএফ) পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে উঠে-পড়ে লেগেছে।
কাশ্মীর প্রসঙ্গে টি লিখেছেন ‘‘যে সব কাশ্মীরি প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের গুলি করে মারা হচ্ছে। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রায় খোলাখুলিই পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারতের ‘প্রথমে ব্যবহার নয়’ নীতির ভবিষ্যৎ নির্ভর করবে পরিস্থিতির উপরে। অন্য ভারতীয় নেতারাও একই ধরনের কথা বলছেন। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের ‘প্রথমে ব্যবহার নয়’ নীতিকে সংশয়ের চোখে দেখছে।’’
ইমরান আরও বলেছেন ‘‘ভারত যদি কাশ্মীরে সাজানো সংঘর্ষ (ফলস ফ্ল্যাগ অপারেশন) করে, তা হলে পাকিস্তান যোগ্য জবাব দেবে। খবর রয়েছে যে, আন্তর্জাতিক নজর ঘোরাতে হামলা চালাতে পারে ভারত। পাকিস্তানি সেনা বাইরের আগ্রাসন রুখতে তৈরি।’’