আর্থিক পরিস্থিতি শোচনীয় ।আজকে ভারতবর্ষের অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে ! প্রথমে আসি ছোট ছোট ছেলে মেয়েরা যে বিদ্যালয়ে পড়ে । বিশেষ করে যারা প্রাইভেট বিদ্যালয়ে পড়ছে । তাদের ডোনেশন গারি ভারা  মাইনে । প্রাইভেট টিউটর  । এই সমস্ত মেটাতে মেটাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে ।প্রাইভেট   ফার্মে যারা কাজ করছে  , তাদের মাইনে বাড়ছে না । কোম্পানি ছাটাই এর পথ অবলম্বন করছে । গাড়ী শিল্প ভাড়ী শিল্প এক এক করে উঠে যাচ্ছে । কারণ  পেট্রল এর দাম বাড়ছে । গাড়ী নিয়ে কেরামতি করা যাচ্ছে না । লোহা শিল্প ধুকছে । নির্মাণ প্রকল্পে যে বাড়ী প্রকল্প । আগে অফিস থেকে ব্যাংক থেকে লোণ পাওয়া যেতো । বাড়ি কেনা যেত । কিন্তু এখন লোণ মেটানোর জন্য । একদিন হয়ত মাংস খেয়ে । কোণ রকমে লোণ মেটাচ্ছে । সব কোম্পাণী ব্যাংক থেকে আর লোণ ণীচ্ছে ণা মাণে পাত্তারই গুটাচ্ছে । আজ বাংলা দেশের টাকা ভারতবর্ষের টাকার প্রায় সমান হতে চলেছে । প্রশ্ন ঊঠছে যে কীছূ বড়ো বড়ো ব্যাবশায়ি রা  যে লোণ নিয়ে পালিয়ে গেছে । তা একাংশে দায়ী । নোট বন্দী , জী এস টী । কর্ম হারা মানুষ । তার ফলে আজকে এই অবস্থা  । যেমন মার্কিনযুক্তরাষ্ট্র   একবার অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছিল । যেমন লেমন ব্রাদার্স আরে পিছে সড়ে গেছিল । কিন্তু আমেরিকার সরকার এগীয়ে এসেছিল । অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করতে অর্থ মন্ত্রী কীছূ টোটকা দিলেন । যেমন বহু জাতীক সংস্থা কে ছাড় দেওয়া হোবে । গাড়ী বাড়ী কে ছার দেওয়া হবে ।   মূলত সরকারের উচিৎ আরও এগীয়ে আসা উচিৎ । 

Find out more: