ঘরে ঢুকে এক
মহিলাকে গণধর্ষণ, পরে খুন করার
অভিযোগ। ঘটনায় চরম উত্তেজনা বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের পেটুয়া
এলাকায়।
এক রত্তি মেয়েকে নিয়ে রাতে ঘুমোচ্ছিলেন মহিলা। শনিবার রাতে ঘরে ঢোকে এক যুবক দল। তারপর ওই মহিলাকে ধর্ষণ করে। এমনকী যাতে কেউ জানতে না পারে তার জন্য খুনও করা হয় তাঁকে। এমনটাই জানা গিয়েছে। খবর পেয়ে ঘনটাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃতার স্বামী হাফিজুল শেখের অভিযোগ, যুব তৃণমূলের কয়েকজন এই ঘটনায় জড়িত। দলীয় কোন্দলের জেরেই তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হয়। সেই কারণেই সে এতদিন পলাতক ছিল। যদিও যুব তৃণমূল নেতারা এই ঘটনা অস্বীকার করেছে। তাদের অভিযোগ, বিবাহ বর্হিভূক সম্পর্কের জেরেই হাফিজুলই তার স্ত্রীকে খুন করেছে।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বাসন্তীর ওই এলাকা উত্তপ্ত।
ছবি — প্রতীকী ছবি
ঘরে ঢুকে এক মহিলাকে গণধর্ষণ, পরে খুন করার অভিযোগ। ঘটনায় চরম উত্তেজনা বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের পেটুয়া এলাকায়।
এক রত্তি মেয়েকে নিয়ে রাতে ঘুমোচ্ছিলেন মহিলা। শনিবার রাতে ঘরে ঢোকে এক যুবক দল। তারপর ওই মহিলাকে ধর্ষণ করে। এমনকী যাতে কেউ জানতে না পারে তার জন্য খুনও করা হয় তাঁকে। এমনটাই জানা গিয়েছে। খবর পেয়ে ঘনটাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃতার স্বামী হাফিজুল শেখের অভিযোগ, যুব তৃণমূলের কয়েকজন এই ঘটনায় জড়িত। দলীয় কোন্দলের জেরেই তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হয়। সেই কারণেই সে এতদিন পলাতক ছিল। যদিও যুব তৃণমূল নেতারা এই ঘটনা অস্বীকার করেছে। তাদের অভিযোগ, বিবাহ বর্হিভূক সম্পর্কের জেরেই হাফিজুলই তার স্ত্রীকে খুন করেছে।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বাসন্তীর ওই এলাকা উত্তপ্ত।