আবার তিন দিনের জন্য সিবিআই হেফাজতে গেলেন পি.চিদাম্বরম । মূলত চিদম্বরমের আইনজীবীদের অনুরোধ মেনেই আবার সিবিআইয়ের হেফাজতে পাঠান হল প্রাক্তন অর্থমন্ত্রীকে । তা না হলে তাঁকে তিহাড় জেলে পাঠানো হত । যাতে প্রাক্তন অর্থমন্ত্রীকে তিহাড় জেলে না পাঠানো হয় তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন পি. চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল । ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী।
এদিনে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি.চিদম্বরমকে সাংবাদিকরা তার দীর্ঘ সিবিআই হেফাজত নিয়ে প্রশ্ন তুললে তিনি হাতের পাঁচ আঙুল দেখিয়ে বলেন , “৫ পারসেন্ট… জিডিপি ৫ পারসএন্ত পর্যন্ত দেখছি ।
দিল্লি আদালত মঙ্গলবার চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গত ২২ অগাস্ট আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করে।
৭৩ বছরের চিদাম্বরমকে বিশেষ আদালতে অজয় কুমার কুহারের এজলাশে পেশ করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং চিদাম্বরমের আইনজীবী বিচারককে জানান যে শীর্ষ আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
গত সপ্তাহে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য থেকে দেখা গিয়েছে দেশের জিডিপি এই আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৮ শতাংশ।