মাসুদ আজহার, হাফিজ মহম্মদ সৈয়দ, দাউদ ইব্রাহিম এবং জাকির-উর-রহমান লকভিকে
স্বতন্ত্র ভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। সন্ত্রাস বিরোধী নয়া
আইনের বলে এই ঘোষণা করল কেন্দ্র।
বিল পাশ হয়েছে মাস খানেক আগে। এবার সেই সংশোধনী বিলেই প্রথম চার জনকে ইন্ডিভিউজাল টেররিস্ট ঘোষণা করল কেন্দ্র। এই মর্মে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। যেহেতু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাই শুধু তাদের সংগঠন নয়, ব্যক্তিগত ভাবেও তারা ‘জঙ্গি’— বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কেন্দ্র।
নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় এসেই বেশ কয়েকটি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে ১৯৬৭ সালের আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন আইন বিলের সংশোধনী যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত ২ অগাস্ট রাজ্যসভায় পাশ হয় এই UAPA সংশোধনী। নতুন আইনে বলা হয়েছে, শুধু সংগঠন নয়, কোনও ব্যক্তি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট করে সেই ব্যক্তিকেও জঙ্গি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অর্থে এই চার জনই জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাবাদের প্রচার করা, জঙ্গি দলে নিয়োগ এবং বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ কেউ রাষ্ট্রপুঞ্জে ঘোষিত জঙ্গিও।
তবে এখানেই শেষ নয়, এই তালিকায় আর নাম যুক্ত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিষ্ফোরণের চক্রী, ডি কোম্পানির প্রধান এবং পাকিস্তানে আশ্রিত বলে অভিযোগ। মাসুদ আজহার পাকিস্তানে জইশ ই মহম্মদের মাথা। ২০০১ সালে ভারতের সংসদে হামলা ছাড়া একাধিক নাশকতার মাস্টারমাইন্ড বলে অভিযোগ। হাফিজ সঈদ পাকিস্তানের জঙ্গী সংগঠন লস্কর ই তৈবার প্রধান। জাকিউর রহমান লকভি ২৬/১১ মুম্বই হামলার চক্রী।